মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের স্কুল শিক্ষিকা তাপসী বিশ্বাসকে ভিটাপাড়া গ্রামের লক্ষীরায়ের ছেলে বখাটে খোকন রায় দীর্ঘ ৫/৬ বছর ধরে ইভটিজিং করে আসছিলো | বিভিন্ন সময়ে ও বিভিন্নভাবে তাপসী বিশ্বাসকে অকথ্য ভাষায় গালগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে ৪ সন্তানের জনক এই খোকন রায় | আজ ১২ ফেব্রুয়ারী শনিবার সকাল আনুমানিক ১০ টার দিকে খোকন রায় তাপসী বিশ্বাসের বাড়ির সামনে গিয়ে অশ্লীল কথা বলে চিৎকার করতে থাকে, এমন সময় তাপসী বিশ্বাস ও তার বৃদ্ধা মা ঘর থেকে বেরিয়ে আসলে তাদেরকে বাঁশ দিয়ে প্রহার করে ও ঘুষি মেরে তাপসী বিশ্বাসের ঠোঁট মারাত্মক জখম করে দেয়, আহত অবস্থায় মা ও মেয়েকে এখন মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে | তাপসী বিশ্বাসের ভাই অঞ্জন বিশ্বাস জানান “গত ২ বছর আগেও দুর্বৃত্ত খোকন রায় আমার মাকে পিটিয়েছিল, সেবার গ্রামের গণ্যমান্য লোকজনের অনুরোধে মামলা করিনি , এই খোকন একজন অস্ত্রবাজ ও দাঙ্গাবাদ প্রকৃতির লোক , তার নাম অস্ত্র মামলা রয়েছে, খোকনের ভয়ে আমাদের এলাকার কেউ ভয়ে কথা বলতে সাহস পায়না” | পরিবারের সকলে এখন রীতিমতো আতংকে আছেন, তাদের ধারণা যে কোনো সময় আবার তাদের উপর হামলা হতে পারে, সবাই প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন | মুঠো ফোনে খোকন রায়ের সাথে কথা বললে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন ও উল্টো বৃদ্ধা মা তাকে পিটিয়েছে বলে অভিযোগ করেন , যদিও অস্ত্র মামলার কথা স্বীকার করেন এবং তিনি এখন ফরিদপুরে পালিয়ে আছেন বলে জানান |