বিশেষ প্রতিনিধি :
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) ম্যানেজমেন্ট এর সাথে জড়িত কতিপয় কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও অনিয়ম উত্থাপিত হয়। বিশেষ করে তাদের স্বেচ্ছাচারিতার কারণে সোলার দৈনিক ও চুক্তি ভিত্তিকদের চাকুরী স্থায়ী হচ্ছেনা মর্মে অভিযোগ উত্থাপিত হয়। আর পিডিবিএফের ম্যানেজমেন্ট এর সাথে জড়িত কতিপয় কর্মকর্তাদের বিরুদ্ধে সিবিএ কমিটির পাল্টাপাল্টি বিশেষ সাধারণ সভা করার মধ্য দিয়ে সিবিএ নেতাকর্মীদের বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে সিবিএ নেতাদের দুটি কমিটি রয়েছে একটি হলো তাপস-নজরুল কমিটি অন্যটি হলো আমিরুল-আমিনুর কমিটি যার রেজিঃ নম্বর বি-২১৩৯। শনিবার পিডিবিএফের সিবিএ দুইটি কমিটি তাদের দাবী দাওয়া নিয়ে পিডিবিএফ ভবন কার্যালয়ে বিশেষ সাধারণ সভা করতে চাইলেও তাদের সভা করার অনুমতি দেন নাই পিডিবিএফ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার। একাংশের নেতা-কর্মীদের নিয়ে সভাপতি মোঃ আমিরুল হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান মিরপুর ৮নং ওয়ার্ড কমিনিউটি সেন্টারে পৃথক ভাবে সভা করলেও অন্য কমিটির নেতা তাপস-নজরুল সাধারণ সভা করতে পারেন নাই। আমিরুল-আমিনুর কমিটির পৃথক সভার মাধ্যমে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) ম্যানেজমেন্ট এর সাথে জড়িত কতিপয় কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও অনিয়মের কথা তুলে ধরেন।
শনিবার বেলা ১১.০০টায় মিরপুর ৮নং ওয়ার্ড কমিনিউটি সেন্টারে সোলার দৈনিক ও চুক্তি ভিত্তিক লোকজন বিভিন্ন জেলা থেকে আগত হন। পিরোজপুরের আঞ্চলিক শাখার সিবিএ নেতা সাধারণ সম্পাদক আল মামুন জুয়েল বলেন আমরা সোলার দৈনিক ও চুক্তি ভিত্তিক চাকুরীগণ ১৬ থেকে ১৮ বছর যাবত কাজ করে যাচ্ছি কিন্তু আমাদেরকে এপর্যন্ত স্থায়ীত্ব করেন নাই। তিনি আরও জানান বর্তমানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার সাহেব অনেক আগে মৌখিক ভাবে বলে ছিলেন স্থায়ীত্ব করবেন কিন্তু এখনো করেন নাই। পিডিবিএফের ম্যানেজমেন্ট এর সাথে জড়িত কতিপয় কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে আরও বলেন পিডিবিএফের কয়েকজন উদ্ধর্তন কর্মকর্তারা সোলারের দায়িত্বে রয়েছে এবং যা ইচ্ছে তাই করছে। তারা অফিসে আসে আর বসে থেকে বাসায় চলে যায়, আর এভাবে মাসের পর মাস বেতন নিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের নিয়ে উনাদের কোন মাথা ব্যাথা নেই। আর সোলার দৈনিক ও চুক্তি ভিত্তিকদের বেতন না থাকার কারণে মানবেতার জীবন-যাপন করছি। বর্তমান বাজার দ্রব্য মূল্যর উর্ধগতি হলেও আমাদের সোলার দৈনিক ও চুক্তি ভিত্তিকদের কোন বেতন নেই। সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বলেন আমরা সোলার দৈনিক ও চুক্তি ভিত্তিক আর কত এই ভাবে মানবেতর জীবন-জাপন করবো? আমাদেরকে জুন ২০২২ এর মধ্যে স্থায়ীত্ব না করলে লাগাতার আন্দোলন করবো এবং সোলার দৈনিক ও চুক্তি ভিত্তিক যে ৬০ জনকে বদলির আদেশ জারি করা হয়েছে তাদের বদলীর আদেশ স্থগিত করতে হবে এবং স্থায়ী করে বদলি করতে হবে। এছাড়া সোলার দৈনিক ও চুক্তি ভিত্তিক শূন্য পদে নিয়োগ দিতে হবে। সমাপনী বক্তব্যে সংগ্রামী সভাপতি জনাব আমিরুল হাসান বলেন আসন্ন বোর্ড সভায় সোলার দৈনিক ও চুক্তি ভিত্তিকদের চাকুরী স্থায়ীত্ব করণে বিষয়টি নিয়ে উপস্থাপন করতে হবে ও অবৈধ সিবিএ নামধারী তাপস-নজরুলকে বয়কট করতে হবে। তাছাড়া সোলারদের স্থায়ীত্ব করে পদোন্নতি করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন এবং সভার শুরুতে মোঃ রফিকুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি শুভেচ্ছা বক্তব্যে বলেন সোলার, দৈনিক ও চুক্তি ভিত্তিকদের চাকুরী স্থায়ী করণের জন্য এমডি মহোদয় ও সচিব মহোদয়ের প্রতি জোর দাবি জানান এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ উক্ত সভাটি সঞ্চালনা করেন।
শিরোনাম :
পিডিবিএফের ম্যানেজমেন্ট এর সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০১:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- ১০৬৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ