ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন মীমাংসিত সম্পত্তি দাম বেড়ে যাওয়ায় পূর্ণরায় দখলের পাঁয়তারা কালিহাতীতে সবজি চাষে বেকারদের কর্মসংস্থানের সুযোগ: প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আদমদীঘিতে হত্যার হুমকি দিয়ে কিশোরীকে একাধিক বার ধর্ষণ: অতঃপর গ্রেপ্তার কালিয়াকৈরে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অবৈধ ম্যাজিক জাল উদ্ধারে গিয়ে গ্রামপুলিশ আহত আদমদীঘিতে উপজেলা ও জেলা বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে আড়ম্বরপূর্ণভাবে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্নীতি ও লুটপাটের পরেও অর্থনীতি টিকে আছে পোশাক শিল্পের উপর- উপদেষ্টা আসিফ অনলাইনে সরব: অডিও কলে সমন্বয়ককে ধমকালেন সাবেক এমপি নাঈমুজ্জামান

মহম্মদপুরে ইটভাটা থেকেই ৯০ লাখ টাকা কর বঞ্চিত ৮ টি ইউনিয়ন

মাহামুদুন নবী (স্টাফ রিপোর্টার) :

গত ৫ বছরে ইটভাটা থেকেই মাগুরার মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ ৯০ লাখ টাকা কর বঞ্চিত হয়েছে। সম্প্রতি বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় বিষয়টি উঠে আসে।

সম্প্রতি মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় চেয়ারম্যান ইকবাল আক্তার কাফুর উজ্জল বলেন, আমরা ইটভাটা থেকে কোন কর পাইনা। বিভিন্ন এনজিও কর দেয় না। তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। এগুলো আদায় করার প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের নিতে হবে।

মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব বেনজির আহমেদ বলেন, এ ইউনিয়নে ১০টি ইটভাটা আছে। কোনটিরই ৪০ লাখ টাকার কম মুলধন নেই। এস আর ও নম্বর ৩০৬ আইন ২০১৩ স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ৬৬ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার ইউনিয়ন পরিষদের জন্য আদর্শ তফসিল কর প্রণয়ন করে। সে হিসেবে যদি কোন ইটভাটা বা অন্যান্য সিরামিক প্রস্তুতকারকের মুলধন ৪০ লাখ টাকার বেশি হলে ৫০ হাজার টাকা কর দিতে হবে। আমি চার বছরের বেশি সময় এই ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছি। আমি থাকাকালীন কোন ইটভাটার কর পাইনি।

চেয়ারম্যান ও সচিবদের থেকে জানা যায়, মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে ৪টি, বিনোদপুর ইউনিয়নে ৯টি, দীঘা ইউনিয়নে ৩টি, রাজাপুর ইউনিয়নে ৩টি, বালিদিয়া ইউনিয়নে ২টি, মহম্মদপুর ইউনিয়নে ১০টি, পলাশবাড়িয়া ইউনিয়নে ৩টি, নহাটা ইউনিয়নে ২টি ইটভাটা রয়েছে। প্রত্যেক ভাটায় কমপক্ষে ৪০ লাখ টাকার বেশি মুলধন রয়েছে। গত ৫ বছরের হিসেবে কোন ইটভাটাই কর দেয়নি। এতে ৯০লাখ টাকা কর বঞ্চিত হয়েছে ৮টি ইউনিয়ন পরিষদ।

সম্প্রতি বদলি হওয়া রাজাপুর ইউনিয়ন পরিষদের সচিব শেখ মো. আলমগীর বলেন, আমি রাজাপুর ইউনিয়ন পরিষদে ৩ বৎসরসহ নহাটা ইউনিয়ন পরিষদেও অনেকদিন সচিবের দায়িত্ব পালন করেছি। কোন ইউনিয়ন পরিষদে ইটভাটা থেকে কর আদায় করা যায়নি।

দীঘা ইউনিয়ন পরিষদ ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের সচিবরাও কোন ইটভাটা থেকে গত ৫ বছরে ইউনিয়ন পরিষদের করতে পারেনি বলে জানিয়েছেন।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান বলেন, তাদের ইউনিয়ন পরিষদ কর দেওয়া উচিৎ। এই কর পেলে ইউনিয়নের আরো বেশি উন্নয়ন করা যেত।

বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী বলেন,  তাদের কাছে বিভিন্ন সময় নোটিশ পাঠাইছি। তারা বলে যে,  আমরা তো ভ্যাট দেই । তবে তারা বোঝে না সরকারি ভ্যাট আর ইউনিয়ন পরিষদ কর এক না।

পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী বলেন, তারা তো ইউনিয়ন পরিষদের কর দেয়ই না। তাদের কাছে রাস্তার সংস্কারের জন্য কিছু ইট চাইলেও দেয় না।

এ বিষয়ে ইটভাটার মালিক পক্ষের একজন মহম্মদপুর সদরের শরীফ ব্রিকসের মালিক শরীফ জানান, এ পর্যন্ত আমাদের ইউনিয়ন পরিষদের কর দেওয়া হয়নি। লাগেনি। তবে কর ভ্যাট ট্যাক্স এগুলো তো দেওয়া লাগবে। দিতে হবে এ বিষয়ে আমরা তেমন কিছু জানি না।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, ইটভাটাগুলো ইউনিয়ন পরিষদের কর দেয়না জানলাম। তাদেরকে করের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন

মহম্মদপুরে ইটভাটা থেকেই ৯০ লাখ টাকা কর বঞ্চিত ৮ টি ইউনিয়ন

আপডেট টাইম : ০৫:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

মাহামুদুন নবী (স্টাফ রিপোর্টার) :

গত ৫ বছরে ইটভাটা থেকেই মাগুরার মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ ৯০ লাখ টাকা কর বঞ্চিত হয়েছে। সম্প্রতি বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় বিষয়টি উঠে আসে।

সম্প্রতি মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় চেয়ারম্যান ইকবাল আক্তার কাফুর উজ্জল বলেন, আমরা ইটভাটা থেকে কোন কর পাইনা। বিভিন্ন এনজিও কর দেয় না। তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। এগুলো আদায় করার প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের নিতে হবে।

মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব বেনজির আহমেদ বলেন, এ ইউনিয়নে ১০টি ইটভাটা আছে। কোনটিরই ৪০ লাখ টাকার কম মুলধন নেই। এস আর ও নম্বর ৩০৬ আইন ২০১৩ স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ৬৬ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার ইউনিয়ন পরিষদের জন্য আদর্শ তফসিল কর প্রণয়ন করে। সে হিসেবে যদি কোন ইটভাটা বা অন্যান্য সিরামিক প্রস্তুতকারকের মুলধন ৪০ লাখ টাকার বেশি হলে ৫০ হাজার টাকা কর দিতে হবে। আমি চার বছরের বেশি সময় এই ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছি। আমি থাকাকালীন কোন ইটভাটার কর পাইনি।

চেয়ারম্যান ও সচিবদের থেকে জানা যায়, মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে ৪টি, বিনোদপুর ইউনিয়নে ৯টি, দীঘা ইউনিয়নে ৩টি, রাজাপুর ইউনিয়নে ৩টি, বালিদিয়া ইউনিয়নে ২টি, মহম্মদপুর ইউনিয়নে ১০টি, পলাশবাড়িয়া ইউনিয়নে ৩টি, নহাটা ইউনিয়নে ২টি ইটভাটা রয়েছে। প্রত্যেক ভাটায় কমপক্ষে ৪০ লাখ টাকার বেশি মুলধন রয়েছে। গত ৫ বছরের হিসেবে কোন ইটভাটাই কর দেয়নি। এতে ৯০লাখ টাকা কর বঞ্চিত হয়েছে ৮টি ইউনিয়ন পরিষদ।

সম্প্রতি বদলি হওয়া রাজাপুর ইউনিয়ন পরিষদের সচিব শেখ মো. আলমগীর বলেন, আমি রাজাপুর ইউনিয়ন পরিষদে ৩ বৎসরসহ নহাটা ইউনিয়ন পরিষদেও অনেকদিন সচিবের দায়িত্ব পালন করেছি। কোন ইউনিয়ন পরিষদে ইটভাটা থেকে কর আদায় করা যায়নি।

দীঘা ইউনিয়ন পরিষদ ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের সচিবরাও কোন ইটভাটা থেকে গত ৫ বছরে ইউনিয়ন পরিষদের করতে পারেনি বলে জানিয়েছেন।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান বলেন, তাদের ইউনিয়ন পরিষদ কর দেওয়া উচিৎ। এই কর পেলে ইউনিয়নের আরো বেশি উন্নয়ন করা যেত।

বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী বলেন,  তাদের কাছে বিভিন্ন সময় নোটিশ পাঠাইছি। তারা বলে যে,  আমরা তো ভ্যাট দেই । তবে তারা বোঝে না সরকারি ভ্যাট আর ইউনিয়ন পরিষদ কর এক না।

পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী বলেন, তারা তো ইউনিয়ন পরিষদের কর দেয়ই না। তাদের কাছে রাস্তার সংস্কারের জন্য কিছু ইট চাইলেও দেয় না।

এ বিষয়ে ইটভাটার মালিক পক্ষের একজন মহম্মদপুর সদরের শরীফ ব্রিকসের মালিক শরীফ জানান, এ পর্যন্ত আমাদের ইউনিয়ন পরিষদের কর দেওয়া হয়নি। লাগেনি। তবে কর ভ্যাট ট্যাক্স এগুলো তো দেওয়া লাগবে। দিতে হবে এ বিষয়ে আমরা তেমন কিছু জানি না।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, ইটভাটাগুলো ইউনিয়ন পরিষদের কর দেয়না জানলাম। তাদেরকে করের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।