বিশেষ প্রতিনিধি
মিম, এবারের এসএসসি পরীক্ষার্থী। ঠিকমতো প্রস্তুতি নিয়েছিলেন। সকাল ১১ টায় পরীক্ষা শুরু হবে।
হাতে কিছুটা সময় নিয়ে মিম উত্তরার নিজের কেন্দ্র ভেবে যেখানে আসেন, আদতে এটা তাঁর নয়। ভুল কেন্দ্রে এসে মিম নার্ভাস হয়ে যান।
এসে জানতে পারেন এটি মিমের কেন্দ্র নন। সঠিক পরীক্ষা কেন্দ্র যেতে গেলে সঠিক সময়ে পৌঁছানোই যাবে না।
নার্ভাস হয়ে পড়েন মিম। এ সময় উত্তরা পশ্চিম থানার পুলিশ এগিয়ে আসে। মিমকে বলা হয়, ‘তুমি চিন্তা করো না, মা আমরা তোমাকে ঠিক টাইমেই পোঁছে দিচ্ছি। ’ এরপর মিমকে নিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। তাঁকে নিয়ে উত্তরা গার্লস স্কুল কেন্দ্রে রওনা হয় ওই গাড়ি।
ভুল কেন্দ্র থেকে বের করে পুলিশের গাড়িতে ওঠানো পর্যন্ত প্রতি মুহুর্তে বারবার মিমকে স্বাভাবিক রাখতে কথা বলে যাচ্ছিলেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম। পুলিশ দ্রুতই মিমকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেয়। এরপর মিমের মুখে হাসি ফোটে, হাসি মুখে কেন্দ্রে প্রবেশ করেন।
মিমকে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে কি না সেটাও দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত হন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন পিপিএম।
শিরোনাম :
ভুল পরীক্ষা কেন্দ্রে থেকে মিমকে গাড়িতে নিয়ে ছুটল পুলিশ (ভিডিও)
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:৪৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- ৯৫৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ