ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
৭ লাখ টাকার বিনিময়ে কুড়িগ্রাম-২ আসনের সাবেক এমপি জাফর আলী ছেড়ে দিলেন যুবদলের নেতা মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি টুটুল সাধারণ সম্পাদক মাসুদ ত্রিশালে আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে বিএনপি-জামায়াত নেতার মাদ্রাসা দখলের চেষ্টা, হামলায় আহত- ১৫ আসিয়ান সিটির দখল দারিত্বের বিরুদ্ধে সংবাদ সম্মেলন গাজীপুরে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু সিরাজদিখানে চিকিৎসা দিচ্ছেন ৮ম শ্রেনী পাশ ভুয়া চিকিৎসক চাঁন মিয়া সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন বিডিআর হত্যাকাণ্ডে ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

মহম্মদপুরে ভুমি কর্মকর্তা আটক

মাহামুদুন নবী
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তাকে বিস্ফোরক দ্রব্য আইনে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে তাকে রাজপাট গ্রাম থেকে আটক করা হয়।সাইফুজ্জামান ওরফে সাইফুল বিনোদপুর ইউনিয়ন সদরের রইচ বিশ্বাসের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ দুপুরে উপজেলার বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্তঃজেলা স্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে বিনোদপুর ও ঘুল্লিয়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এরই জের ধরে ওইদিন হুমকি-ধমকি পেয়ে মামলার বাদি মো. হাবিবুর রহমান (৩৪)-সহ উপজেলার বিনোদপুর বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী বিনোদপুর বাজার ছেড়ে ঘুল্লিয়া গ্রামে চলে যায়। ওই রাতেই আসামিরা হাতে রামদা, ছ্যানদা, চাইনিচ কুড়াল, লোহার রড, শাবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ককটেল ফাটিয়ে বিনোদপুর বাজারের ওইসব ব্যবসায়ীদের দোকান ও গোডাউনের তালা ভেঙ্গে ভাঙচুর, লুটপাট ও ক্ষতি করে। এতে ৪৭ লাখ ৫৫ হাজার টাকার চুরি ও দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে বলা হয়েছে।
পুলিশ জানায়, পলাশবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাইফুজ্জামান ওরফে সাইফুল এই মামলার ১৩ নম্বর আসামি। বিস্ফোরক দ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি অপরাধের অভিযোগ রয়েছে। সাইফুল কয়েক দিন পলাতক অবস্থায় ছিলেন। তাকে সোমবার দিবাগত রাতে রাজপাট গ্রাম থেকে আটক করা হয়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় জানান, এ ঘটনায় আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

৭ লাখ টাকার বিনিময়ে কুড়িগ্রাম-২ আসনের সাবেক এমপি জাফর আলী ছেড়ে দিলেন যুবদলের নেতা

মহম্মদপুরে ভুমি কর্মকর্তা আটক

আপডেট টাইম : ০৫:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
মাহামুদুন নবী
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তাকে বিস্ফোরক দ্রব্য আইনে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে তাকে রাজপাট গ্রাম থেকে আটক করা হয়।সাইফুজ্জামান ওরফে সাইফুল বিনোদপুর ইউনিয়ন সদরের রইচ বিশ্বাসের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ দুপুরে উপজেলার বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্তঃজেলা স্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে বিনোদপুর ও ঘুল্লিয়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এরই জের ধরে ওইদিন হুমকি-ধমকি পেয়ে মামলার বাদি মো. হাবিবুর রহমান (৩৪)-সহ উপজেলার বিনোদপুর বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী বিনোদপুর বাজার ছেড়ে ঘুল্লিয়া গ্রামে চলে যায়। ওই রাতেই আসামিরা হাতে রামদা, ছ্যানদা, চাইনিচ কুড়াল, লোহার রড, শাবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ককটেল ফাটিয়ে বিনোদপুর বাজারের ওইসব ব্যবসায়ীদের দোকান ও গোডাউনের তালা ভেঙ্গে ভাঙচুর, লুটপাট ও ক্ষতি করে। এতে ৪৭ লাখ ৫৫ হাজার টাকার চুরি ও দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে বলা হয়েছে।
পুলিশ জানায়, পলাশবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাইফুজ্জামান ওরফে সাইফুল এই মামলার ১৩ নম্বর আসামি। বিস্ফোরক দ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি অপরাধের অভিযোগ রয়েছে। সাইফুল কয়েক দিন পলাতক অবস্থায় ছিলেন। তাকে সোমবার দিবাগত রাতে রাজপাট গ্রাম থেকে আটক করা হয়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় জানান, এ ঘটনায় আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।