স্টাফ রিপোর্টার
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা অনুমোদন করেছে দুদক। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অনুসন্ধান প্রতিবেদনের আলোকে মামলাটির অনুমোদন দেয় কমিশন। দুদকের উপসহকারী পরিচালক আলিয়াজ হোসেন আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করবেন। অনুমোদিত মামলার প্রতিবেদনে বলা হয়েছে, আরিচার নগরবাড়ি, কাজিরহাট, নরাদহ নদী বন্দরে ইজারা দেয়ায় কোনো নিয়ম-নীতি মানা হয়নি। এভাবে ২০২০-২১ এবং ২০২১-২২ এ দুই অর্থবছরে দুর্নীতির মাধ্যমে ইজারা দিয়ে ৬ কোটি ৮০ লাখ টাকার বেশি সরকারকে ক্ষতিগ্রস্থ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এতে পরস্পর যোগসাজশে লাভবান হয়েছে আসামিরা। মামলায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক ছাড়াও যাদের আসামি করা হয়েছে তারা হলেন, বিআইডব্লিউটিএ’র সদস্য দেলোয়ার হোসেন, দুই পরিচালক আবু জাফর হাওলাদার, ওয়াকিল নওয়াজ, অতিরিক্ত পরিচালক সাইফুল, যুগ্ম পরিচালক জুলফা খানম, উপপরিচালক মোস্তাফিজুর রহমানসহ সাবেক তিন উপ-পরিচালক সেলিম রেজা, কবির হোসেন ও মাসুদ পারভেজ। এ ছাড়া তিন ইজাদারকেও মামলায় আসামি করা হয়েছে। এরা হলেন, এজাজ আহমেদ সোহাগ, সাইফ আহমেদ ইমন এবং রফিকুল ইসলাম খান।
শিরোনাম :
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানসহ ১৩ কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা!
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- ৯৮৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ