মোঃ ইব্রাহিম শেখ চট্টগ্রাম ব্যুরো:
গত সপ্তাহেও নগরের বাজারগুলোতে চড়া দামে বিক্রি হয়েছে সবজি। শীতের আগাম বার্তা দিতেই স্বস্তি ফিরেছে সবজির বাজারে। প্রায় সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে।
শুক্রবার (১১ নভেম্বর) সকালে নগরের বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি গোল বেগুন ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকায়, লম্বা বেগুন ৫০ টাকা, ফুলকপি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকা, হাইব্রিড শসা ৯০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, মুলা ৩০ টাকা, করলা ৬০ টাকা, কচুমুখি ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, পটল ৫০ টাকা, লাউ ৭০ টাকা, চালকুমড়া ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি শিম, টমেটো ও গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। তবে এখনো দাম কমেনি ক্যাপসিকামের। সবুজ ক্যাপসিকাম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, লাল ও হলুদ ক্যাপসিকাম ৬০০ টাকা।
নগরের বহদ্দারহাট বাজারে গত সপ্তাহে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। দেশি মুরগির কেজিতেও ২০ টাকা কমে দাম ঠেকেছে ৫২০ টাকায়। পাশাপাশি গত সপ্তাহে ১৪০ টাকায় বিক্রি হওয়া ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।
চকবাজারের সবজি বিক্রেতা আব্দুল মতিন বলেন, গ্রামাঞ্চল থেকে সবজি আশা শুরু করেছে। সেই সঙ্গে সবজির দামও কমতে শুরু করেছে। শীত পুরোদমে এলে আরও কমে যাবে। তখন সরবরাহ আরও বাড়বে।
শুক্রবার সকালে নগরের মুরাদপুর এলাকায় বাজার করতে আসা রাকিব উদ্দিন মুরাদ বাংলানিউজকে বলেন, আগের চেয়ে সবজির দাম কিছুটা কমেছে। তাই একসঙ্গে হরেক রকমের সবজি নিয়েছি। চিনির দাম বেড়েছে অনেক বেশি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তি। এর মধ্যে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মাছ-মাংসের দাম কমেনি বলে জানান তিনি।