মোঃ আজিজুল ইসলাম (ইমরান):
সাগরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মনিরুল গাজী (২৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে দুবলারচর শুঁটকি পল্লিতে সাপের কামড়ে তার মৃত্যু হয়।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু দাউদ ঢালী বিষয়টি নিশ্চিত করেছেন।
মনিরুল গাজী উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মৃত মনোয়ার গাজীর ছেলে। তিনি সুন্দরবনের দুবলার চরের আলোরকোল শুঁটকি পল্লির জেলে।
ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, মনিরুলের সঙ্গীরা দুবলারচর থেকে মোবাইল ফোনে পরিবারের কাছে জানিয়েছে, মনিরুল গাজী সাপের কামড়ে মারা গেছে। তার মরদেহ নিয়ে দুবলারচর থেকে বাড়িতে রওনা হয়েছেন তারা। শুঁটকি পল্লিতে মাছ বিছানোর সময় তাকে সাপে কামড় দেয়। পরবর্তীতে সাপটিও মেরে ফেলেছেন তারা।