ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার দক্ষিন টেপাখোলা দরগা বাড়ি মসজিদ সংলগ্ন লালের মোড় পলিটেকনিক্যাল রোড থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন,ফরিদপুর সদর উপজেলার গুহলক্ষীপুরের শেখ চান মিয়ার ছেলে মোহাম্মাদ রবিন শেখ তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।
তারই ধারাবাহিকতায় গত সোমবার বিকালে পলিটেকনিক্যাল রোডের আমির হোসেন লিপুর মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করেন,ফরিদপুর ডিবি পুলিশের অফিসার এসআই হাফিজুর রহমান।
উক্ত আসামীর বিরুদ্ধে এসআই হাফিজুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।