ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু সিরাজদিখানে চিকিৎসা দিচ্ছেন ৮ম শ্রেনী পাশ ভুয়া চিকিৎসক চাঁন মিয়া সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে- স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন বিডিআর হত্যাকাণ্ডে ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পঞ্চগড়ে ৬ বছর পর বিএনপির জনসভা নিজ বাড়ির উঠানে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর নওগাঁয় নার্সিং ইনষ্টিটিউটে পরিক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা: সমালোচনার জট কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

ইরানে সরকার বিরোধী আন্দোলনের কারণে বাদ পড়ল আজমৌন

অনলাইন ডেস্ক:

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে চমক দিয়েছে বিভিন্ন দেশ। নেদারল্যান্ডসের কোচ লুই ফান গল অন্ধকার ঘরে বসে দলে থাকা ফুটবলারদের নাম ঘোষণা করেছেন। আবার ক্যামেরুনের হেডস্যর রিগোবার্ট সং নিজের দলের সদস্যদের নাম-পদবি উচ্চারণ করতে না পেরে বিতর্কে জড়িয়েছেন। ইরানের কোচ কার্লোস কুইরোজ অবশ্য নিজে স্কোয়াড ঘোষণার সুযোগটাই পেলেন না। কারণ দেশের ফুটবল ফেডারেশনের কথা উপেক্ষা করে সর্দার আজমৌনকে বিশ্বকাপের দলে রেখেছেন এই পর্তুগিজ কোচ। তাতেই চটেছেন ইরানের ফুটবল কর্তারা। তাই কুইরোজকে সাংবাদিক সম্মেলন করতে দেওয়া হয়নি। বদলে সোমবার ফেডারেশনের ওয়েবসাইটে দল ঘোষণা করা হয়।

ইরানে চলতে থাকা সরকার বিরোধী আন্দোলনের অন্যতম সমর্থক আজমৌন। পুলিশ হেফাজতে ২২ বছরের তরুণী মাহশা আমিনির মৃত্যুর জেরে পথে নেমেছেন ইরানি মহিলাদের একটা বড় অংশ। সেই আন্দোলনের পাশে দাঁড়িয়ে আজমৌন দাবি করেন, এজন্য জাতীয় দল থেকে ব্রাত্য হতেও তিনি তৈরি। আমিনির মৃত্যু প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় আজমৌন লেখেন, ‘ওরা আমাকে জাতীয় দল থেকে বাদ দিতে পারে। এর থেকে বেশি কিছু করতে পারবে না। কোনও সমস্যা নেই। ইরানের মহিলাদের জন্য আমি সেটাও হাসিমুখে মেনে নিতে তৈরি। এই পোস্ট কোনওভাবেই ডিলিট করব না। ওরা যা খুশি তাই করুক। এভাবে খুন করার জন্য ওদের লজ্জিত হওয়া উচিত। ইরানের মেয়েরা দীর্ঘজীবী হোক।’

এরপরই আজমৌনকে বাদ দেওয়ার বার্তা দেওয়া হয় কুইরোজকে। সেই বার্তায় অবশ্য পাত্তা দেননি তিনি। ‘ইরানের মেসি’ নামে পরিচিত আজমৌন বিশ্বকাপে দলের অন্যতম ভরসা। বেয়ার লেভারকুসেনে খেলা ২৭ বছরের এই স্ট্রাইকার এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৬৫ ম্যাচে ৪১ গোল করেছেন। তিনি ছাড়াও দলে আছেন পোর্তোর মেহেদি তারেমি, ফেয়েনুর্ডের আলিরেজা জাহানবক্সের মতো তারকারা। পোর্তোর জার্সিতে চলতি মরশুমে দুরন্ত ফর্মে থাকা তারেমি ১৯ ম্যাচে ১৩ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ৫ গোল করে দলকে নকআউটে তুলতে বড় ভূমিকা নিয়েছেন এই ফরোয়ার্ড। কাতারে ইরান কতটা সফল হবে, তার অনেকটাই নির্ভর করবে আজমৌন-তারেমি জুটির উপর। তবে চোটের জন্য ছিটকে গিয়েছেন মিডফিল্ডার ওমিদ ইব্রাহিমি।

সোমবার দল ঘোষণা করেছে তিউনিশিয়াও। মিডফিল্ডার সইফ-এডিন খাউরি ছাড়া তেমন কোন বড় নামকে বাদ দেননি কোচ জালেল কাদরি। দলে আছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অ্যাকাডেমি থেকে উঠে আসা হ্যানিবল মেজব্রি। এই মিডফিল্ডার বর্তমানে ইউনাইটেড থেকে লোনে বার্মিংহ্যাম সিটিতে গিয়েছেন। অন্যদিকে, স্কোয়াডের বাকি পাঁচ ফুটবলারের নাম জানিয়েছে ডেনমার্ক। কোচ ক্যাসপার হুলমান্ড ঘোষণা অনুযায়ী ইউসুফ পলসেন, ক্রিশ্চিয়ান নোরগার্ড, আলেকজান্ডার বাহ, রবার্ট স্কোভ এবং ফ্রেডরিক রোনৌ দলের সঙ্গে কাতার যাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু

ইরানে সরকার বিরোধী আন্দোলনের কারণে বাদ পড়ল আজমৌন

আপডেট টাইম : ০৭:১৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

অনলাইন ডেস্ক:

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে চমক দিয়েছে বিভিন্ন দেশ। নেদারল্যান্ডসের কোচ লুই ফান গল অন্ধকার ঘরে বসে দলে থাকা ফুটবলারদের নাম ঘোষণা করেছেন। আবার ক্যামেরুনের হেডস্যর রিগোবার্ট সং নিজের দলের সদস্যদের নাম-পদবি উচ্চারণ করতে না পেরে বিতর্কে জড়িয়েছেন। ইরানের কোচ কার্লোস কুইরোজ অবশ্য নিজে স্কোয়াড ঘোষণার সুযোগটাই পেলেন না। কারণ দেশের ফুটবল ফেডারেশনের কথা উপেক্ষা করে সর্দার আজমৌনকে বিশ্বকাপের দলে রেখেছেন এই পর্তুগিজ কোচ। তাতেই চটেছেন ইরানের ফুটবল কর্তারা। তাই কুইরোজকে সাংবাদিক সম্মেলন করতে দেওয়া হয়নি। বদলে সোমবার ফেডারেশনের ওয়েবসাইটে দল ঘোষণা করা হয়।

ইরানে চলতে থাকা সরকার বিরোধী আন্দোলনের অন্যতম সমর্থক আজমৌন। পুলিশ হেফাজতে ২২ বছরের তরুণী মাহশা আমিনির মৃত্যুর জেরে পথে নেমেছেন ইরানি মহিলাদের একটা বড় অংশ। সেই আন্দোলনের পাশে দাঁড়িয়ে আজমৌন দাবি করেন, এজন্য জাতীয় দল থেকে ব্রাত্য হতেও তিনি তৈরি। আমিনির মৃত্যু প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় আজমৌন লেখেন, ‘ওরা আমাকে জাতীয় দল থেকে বাদ দিতে পারে। এর থেকে বেশি কিছু করতে পারবে না। কোনও সমস্যা নেই। ইরানের মহিলাদের জন্য আমি সেটাও হাসিমুখে মেনে নিতে তৈরি। এই পোস্ট কোনওভাবেই ডিলিট করব না। ওরা যা খুশি তাই করুক। এভাবে খুন করার জন্য ওদের লজ্জিত হওয়া উচিত। ইরানের মেয়েরা দীর্ঘজীবী হোক।’

এরপরই আজমৌনকে বাদ দেওয়ার বার্তা দেওয়া হয় কুইরোজকে। সেই বার্তায় অবশ্য পাত্তা দেননি তিনি। ‘ইরানের মেসি’ নামে পরিচিত আজমৌন বিশ্বকাপে দলের অন্যতম ভরসা। বেয়ার লেভারকুসেনে খেলা ২৭ বছরের এই স্ট্রাইকার এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৬৫ ম্যাচে ৪১ গোল করেছেন। তিনি ছাড়াও দলে আছেন পোর্তোর মেহেদি তারেমি, ফেয়েনুর্ডের আলিরেজা জাহানবক্সের মতো তারকারা। পোর্তোর জার্সিতে চলতি মরশুমে দুরন্ত ফর্মে থাকা তারেমি ১৯ ম্যাচে ১৩ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ৫ গোল করে দলকে নকআউটে তুলতে বড় ভূমিকা নিয়েছেন এই ফরোয়ার্ড। কাতারে ইরান কতটা সফল হবে, তার অনেকটাই নির্ভর করবে আজমৌন-তারেমি জুটির উপর। তবে চোটের জন্য ছিটকে গিয়েছেন মিডফিল্ডার ওমিদ ইব্রাহিমি।

সোমবার দল ঘোষণা করেছে তিউনিশিয়াও। মিডফিল্ডার সইফ-এডিন খাউরি ছাড়া তেমন কোন বড় নামকে বাদ দেননি কোচ জালেল কাদরি। দলে আছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অ্যাকাডেমি থেকে উঠে আসা হ্যানিবল মেজব্রি। এই মিডফিল্ডার বর্তমানে ইউনাইটেড থেকে লোনে বার্মিংহ্যাম সিটিতে গিয়েছেন। অন্যদিকে, স্কোয়াডের বাকি পাঁচ ফুটবলারের নাম জানিয়েছে ডেনমার্ক। কোচ ক্যাসপার হুলমান্ড ঘোষণা অনুযায়ী ইউসুফ পলসেন, ক্রিশ্চিয়ান নোরগার্ড, আলেকজান্ডার বাহ, রবার্ট স্কোভ এবং ফ্রেডরিক রোনৌ দলের সঙ্গে কাতার যাচ্ছেন।