ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা আ. লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে স্পীকারের শোক নওগাঁয় পানির অভাবে ১শ বিঘা জমি অনাবাদি পড়ে আছ নওগাঁর ধামইরহাটে বাড়ছে ডায়রিয়া ও শ্বাসকষ্টের রোগী: ডাক্তারসহ শয্যা সংকট শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে–স্পীকার সিরাজদিখানে তীব্র তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরন করলেন জেলা পরিষদ সদস্য এমপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ না করলে ছাড় দেওয়া হবে না-হুমকি এমপি পুত্রের! নাজমা রহিমের দোয়া মাহফিলে স্পীকারের অংশগ্রহণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বঙ্গবন্ধুর মাজার জিয়ারত সিরাজদিখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাহিদের গণসংযোগ

কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক, ভারতে পাচারের অভিযোগ

জুলফিকার আলী, কলারোয়া:

সাতক্ষীরার কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক পড়েছে। নারী-পুরুষ ও শিশুরাও গাছে উঠে ডাল ভাংতে দেখা যাচ্ছে। এই পোকা লাগানো ডাল থেকে আঠা তুলে নিয়ে একটি
চক্র ভারতে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে-কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বাজারে প্রতিদিন সন্ধ্যায় এই শিশু গাছের পোকা লাগানো আঠা ২৭০ থেকে ৩০০ টাকায় কেজি বিক্রয় করা হচ্ছে। এখানে প্রতিদিন সন্ধ্যায় হাট বসছে বলে এলাকাবাসীরা জানায়। চান্দুড়িয়া গ্রামের গফুর, নুর মোহাম্মাদ, খায়রুল, ইস্রারাফিল, খলিল, আয়জুল, নজু, খলিল, আয়জুল, ফারুক,
গোয়ালপাড়া গ্রামের শিমুল, ইন্দা, মিঠু, রায়হান, ওমর, আমিনুর, নজরুল, কাদপুর গ্রামের আলমগীর, মাসুদ, সোনাবাড়ীয়া গ্রামের মোসলেম মিস্ত্রী এই পোকা লাগানো গাছের আঠা ও পোকা চান্দুড়িয়া হাট থেকে ক্রয় করছে বলে জানা গেছে। তাদের দাবী এই আঠা দিয়ে বিভিন্ন রং তৈরী করা হচ্ছে। এদিকে একটি সূত্রে জানা গেছে ভারতীয়রা এই আঠা ৭/৮শ’ টাকায় কেজিতে কিনছে। অবৈধ ভাবে ভারতে পাচার করা হচ্ছে। আসলে ভারতীয়রা কি কাজে এই শিশু গাছের পোকা লাগানো
ডালের আঠা ও পোকা ব্যবহার করছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে প্রতিদিন চান্দুড়িয়া বাজার থেকে ৮/১০মণ করে পোকা ও আঠা কিনছে ব্যবসায়ীরা। বাংলাদেশী সম্পদ অবৈধ ভাবে পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা দাবী করছেন। কলারোয়া সীমান্তে বিজিবি’র নজরদারী কম থাকায় কেঁড়াগাছি, কুটিবাড়ী, গাড়াখালি, চারাবাড়ী সীমান্ত দিয়ে সন্ধ্যায় ও ভোররাতে এই শিশু গাছের পোকা লাগানো আঠা, পোকা ও পচা সুপারি ভারতে পাচার হচ্ছে বলে সীমান্তের সাবেক এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা

কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক, ভারতে পাচারের অভিযোগ

আপডেট টাইম : ০৬:৪৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

জুলফিকার আলী, কলারোয়া:

সাতক্ষীরার কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক পড়েছে। নারী-পুরুষ ও শিশুরাও গাছে উঠে ডাল ভাংতে দেখা যাচ্ছে। এই পোকা লাগানো ডাল থেকে আঠা তুলে নিয়ে একটি
চক্র ভারতে পাচার করছে বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে-কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বাজারে প্রতিদিন সন্ধ্যায় এই শিশু গাছের পোকা লাগানো আঠা ২৭০ থেকে ৩০০ টাকায় কেজি বিক্রয় করা হচ্ছে। এখানে প্রতিদিন সন্ধ্যায় হাট বসছে বলে এলাকাবাসীরা জানায়। চান্দুড়িয়া গ্রামের গফুর, নুর মোহাম্মাদ, খায়রুল, ইস্রারাফিল, খলিল, আয়জুল, নজু, খলিল, আয়জুল, ফারুক,
গোয়ালপাড়া গ্রামের শিমুল, ইন্দা, মিঠু, রায়হান, ওমর, আমিনুর, নজরুল, কাদপুর গ্রামের আলমগীর, মাসুদ, সোনাবাড়ীয়া গ্রামের মোসলেম মিস্ত্রী এই পোকা লাগানো গাছের আঠা ও পোকা চান্দুড়িয়া হাট থেকে ক্রয় করছে বলে জানা গেছে। তাদের দাবী এই আঠা দিয়ে বিভিন্ন রং তৈরী করা হচ্ছে। এদিকে একটি সূত্রে জানা গেছে ভারতীয়রা এই আঠা ৭/৮শ’ টাকায় কেজিতে কিনছে। অবৈধ ভাবে ভারতে পাচার করা হচ্ছে। আসলে ভারতীয়রা কি কাজে এই শিশু গাছের পোকা লাগানো
ডালের আঠা ও পোকা ব্যবহার করছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে প্রতিদিন চান্দুড়িয়া বাজার থেকে ৮/১০মণ করে পোকা ও আঠা কিনছে ব্যবসায়ীরা। বাংলাদেশী সম্পদ অবৈধ ভাবে পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা দাবী করছেন। কলারোয়া সীমান্তে বিজিবি’র নজরদারী কম থাকায় কেঁড়াগাছি, কুটিবাড়ী, গাড়াখালি, চারাবাড়ী সীমান্ত দিয়ে সন্ধ্যায় ও ভোররাতে এই শিশু গাছের পোকা লাগানো আঠা, পোকা ও পচা সুপারি ভারতে পাচার হচ্ছে বলে সীমান্তের সাবেক এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।