শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুর সাব রেজিস্ট্রার অফিসে দূর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক আজকের দর্পণের ব্যুরো প্রধান মোহাম্মদ জামাল মল্লিক (৪২) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এঘটনায় বুধবার (৭ ডিসেম্বর) সকালে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে জেলা শহরের পালং মধ্যবাজারস্থ সদর সাব-রেজিষ্ট্রি অফিসে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যায় সাংবাদিক মোহাম্মদ জামাল মল্লিক। ওই সময়ে ঘুষের টাকা আদান প্রদানের ভিডিও চিত্র ধারণ করতে গেলে বহিরাগত সোলেমান সরদার (৪০), আলী সরদার (৬০) ভেন্ডার সহ অজ্ঞাতনামা ৪/৫ জন সাব রেজিষ্ট্রি কর্মকর্তার উপস্থিতিতে জামালের ওপর সন্ত্রাসী হামলা করে। উপর্যুপরি মারপিট করিয়া শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা ও রক্তাক্ত জখম করে। মোবাইল ফোন ছিনিয়ে নেয়। জোরপূর্বক মোবাইলের ধারনকৃত ভিডিও চিত্র ডিলিট করে। জামালের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় জামাল মল্লিক বাদি হয়ে পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে সাংবাদিক মোহাম্মদ জামাল মল্লিক বলেন, সদর সাব-রেজিষ্ট্রি অফিসে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে বহিরাগত সন্ত্রাসী সোলেমান সরদার ও আলী ভেন্ডার (সরদার) সহ ৪/৫ সাব রেজিস্ট্রারের উপস্থিতিতেই আমার ওপর হামলা করে। প্রথমে আমাকে বেধরক মারধর করে। এরপর আমার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারনকৃত অবৈধ অর্থ আদানপ্রদানের ভিডিও ডিলিট করে মোবাইল ফোন নিয়ে যায়। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে শরীয়তপুর সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, সে (জামাল মল্লিক) কি ভিডিও করেছেন, আমি তা দেখতে চেয়েছি। আলী ভেন্ডার ও তার ভাইকে বারবার নিষেধ করেছি, সাংবাদিকের গাঁয়ে যেন হাত না তোলে। আমার অফিস ঘুষ বাণিজ্য মুক্ত। আমি এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি।
এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সাংবাদিক জামাল মল্লিককের মারধরের অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। দোষীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।