এম জাফরান হারুন :
বিসিএস (প্রশাসন ক্যাডারের ৩৩ ব্যাচের কর্মকর্তা ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সর্বমহলে গ্রহণযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিনের প্রস্থানে বাউফলের সর্বস্থরের জনসাধারণ শোকাহত। শোকসভায় মোহাম্মদ আল-আমিনের স্মৃতিচারণ করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনার্থে দোয়া মোনাজাত করে তার রুহের মাগফেরাত কামনা করা হয়।
শোকসভায় স্মৃতিচারণ সহ আলোচনা করেন, বাউফল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন খান, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিসু, বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, প্রেসক্লাব বাউফল এর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, বাউফল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, সহ সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র-ছাত্রী ও সুধীজন।
উল্লেখ্য, গত ১১ জুন ভারতে ট্রেনিং অবস্থায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন মৃত্যুবরণ করেন।