ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পরিবেশগত বিবেচনায় ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রদান স্থগিত করেছে সরকার ভারত-পাকিস্তান সংঘাতে মধ্যস্ততার প্রস্তাব বিবেচনায় নেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ফেসবুক পোস্টের জেরে নওগাঁয় কলেজ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ তরুন প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে- আমিনুল হক জয়পুরহাটে ক্ষেতলালে নিখোঁজের ৯ দিন পর আলোচিত কাফির লাশ উদ্ধার সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও হামলা: আহত-৫ আদমদীঘিতে প্রতারণা করে বোনদের সম্পত্তি লিখে নিল ভাই মিরপুর ইস্টার্ণ হাউজিং ডাইং ফ্যাক্টারিতে অবৈধ গ্যাস সংযোগের মহাউৎসব প্রতারণার মাধ্যমে বিয়ে করে অর্থ হাতিয়ে নেয়ায় গ্রেফতার বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল না করলে কঠোর আন্দোলন- মাওলানা ইমতিয়াজ আলম

বাউফলে কৃষি জমির বীজতলা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

এম জাফরান হারুন, পটুয়াখালী :
পটুয়াখালীর বাউফলে কৃষি জমি থেকে রাম জীবন সিকদার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের সন্দেহ তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২শে আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামের নকুলের হাট নামক সংলগ্ন স্থানে মৃতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মৃত রাম জীবন নিজ বাড়ির দক্ষিণ পাশের কৃষি জমিতে আমন ধান রোপনের জন্য বাড়ি থেকে বের হয়। সকাল ১০ টার দিকে সকালের খাবার খেতে বাড়িতে না ফেরায় মৃতের স্ত্রী কাজল রাণী স্বামীকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজ করতে কৃষি জমিতে পৌঁছালে স্বামীকে বীজতলার জমানো পানিতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন। তখন তিনি চিৎকার দিলে স্থানীয় কৃষকরা ঘটনাস্থলে আসেন এবং সকলে মিলে রাম জীবনের দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে পৌঁছে তারা নিশ্চিত হয় তিনি মৃত্যুবরণ করেছেন।
একইদিন বিকেলে জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে বাউফল থানায় হত্যাকান্ডের অভিযোগ জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসে পুলিশ। লাশের সুরতহাল ও পারিপার্শ্বিক আলামতে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা! শারীরিক অসুস্থতা জনিত কারণে তিনি পানিতে ডুবে মারা গেছেন। প্রকৃত সত্য ঘটনা উদঘাটনের জন্য বিষয়টিগুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ।
মৃতের ছেলে রিপন সিকদার জানান, পারিবারিক বিরোধের জেরে তার চাচা ভবরঞ্জন সিকদার তার পিতাকে হত্যা করতে পারে বলে সন্দেহ তাদের পরিবারের।
এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পরিবেশগত বিবেচনায় ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রদান স্থগিত করেছে সরকার

বাউফলে কৃষি জমির বীজতলা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৪৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
এম জাফরান হারুন, পটুয়াখালী :
পটুয়াখালীর বাউফলে কৃষি জমি থেকে রাম জীবন সিকদার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের সন্দেহ তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২শে আগষ্ট) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামের নকুলের হাট নামক সংলগ্ন স্থানে মৃতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মৃত রাম জীবন নিজ বাড়ির দক্ষিণ পাশের কৃষি জমিতে আমন ধান রোপনের জন্য বাড়ি থেকে বের হয়। সকাল ১০ টার দিকে সকালের খাবার খেতে বাড়িতে না ফেরায় মৃতের স্ত্রী কাজল রাণী স্বামীকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজ করতে কৃষি জমিতে পৌঁছালে স্বামীকে বীজতলার জমানো পানিতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন। তখন তিনি চিৎকার দিলে স্থানীয় কৃষকরা ঘটনাস্থলে আসেন এবং সকলে মিলে রাম জীবনের দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে পৌঁছে তারা নিশ্চিত হয় তিনি মৃত্যুবরণ করেছেন।
একইদিন বিকেলে জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে বাউফল থানায় হত্যাকান্ডের অভিযোগ জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসে পুলিশ। লাশের সুরতহাল ও পারিপার্শ্বিক আলামতে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা! শারীরিক অসুস্থতা জনিত কারণে তিনি পানিতে ডুবে মারা গেছেন। প্রকৃত সত্য ঘটনা উদঘাটনের জন্য বিষয়টিগুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ।
মৃতের ছেলে রিপন সিকদার জানান, পারিবারিক বিরোধের জেরে তার চাচা ভবরঞ্জন সিকদার তার পিতাকে হত্যা করতে পারে বলে সন্দেহ তাদের পরিবারের।
এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।