এবারের ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচে মাত্র ২ জয় পায় বাংলাদেশ। এ নিয়ে চারদিক থেকে চরম সমালোচনার মুখে পড়েন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এর মধ্যে তিনি এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মাগুরার ১, ২ ও ঢাকা ১০ আসনের মনোনয়ন ক্রয় করলেন। অথচ বছর দশেক আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব জীবনে কখনো রাজনীতে না জড়ানোর ঘোষণা দিয়েছিলেন।
২০১৩ সালের ১৪ই সেপ্টেম্বর সকাল ১০.১৪ মিনিটে ফেসবুকে দেওয়া পোস্টে সাকিব লেখেন, ‘আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও নেই।’
সেবার বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের অনুরোধে এক রাজনৈতিক অনুষ্টানে যোগ দিয়েছিলেন সাকিব। এরপরই তার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন ছড়ায়। তখন নিজের অবস্থান ব্যাখা করতে তিনি এই স্ট্যাটাস দেন। তবে এক দশকের বেশি সময় পর নিজের অবস্থান বদলাতে দেখা গেলো তাকে।