দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শেষ হচ্ছে আজ মঙ্গলবার। গত ১৮ অক্টোবর থেকে টানা চার দিন ধরে চলছে এ মনোনয়নপত্র বিক্রি।
মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, মনোনয়নপত্র বিক্রিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
এ সময় নেতাকর্মীরা মনোনয়নপ্রত্যাশীর পক্ষে নানা স্লোগান ও মিছিলে মিছিলে মুখরিত করে রাখে পুরো এলাকা। মনোনয়ন জমা দিতে ও কিনতে আসা মনোনয়নপ্রত্যাশীদের কার্যালয়ে প্রবেশের জন্য লম্বা লাইনে অপেক্ষা করতে দেখা যায়।
এর আগে গত তিন দিনে ৩ হাজার ১৯টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে মোট ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা আয় হয়েছে।
প্রথম দিনে শনিবার ১ হাজার ৭৪টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা। দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা এবং তৃতীয় দিনে দলটি ৭৩৩টি মনোনয়নপত্র বিক্রি করে আয় করে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।