মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর মির্জাগঞ্জে দরিদ্র এক নিঃসন্তান বৃদ্ধের খড়ের গাদায় ( কুটার কুড়) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ( ২৮ ফেব্রুয়ারী) ভোরের দিকে মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া নূরে মদিনা মাদ্রাসা সংলগ্ন হাওলাদার বাড়ী দরিদ্র ও নিঃসন্তান বৃদ্ধ আঃ আউয়াল হাওলাদারের খড়ের গাদায় (কুটার কুড়) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, আউয়াল হাওলাদারের স্ত্রী এলাচবানু ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে বাহিরে তাকিয়ে দেখে, তাদের খড়ের গাদা (কুটার কুড়) থেকে ধোঁয়া বের হচ্ছে। কাছে গিয়ে দেখে কুটার কুড়ের একপাশে দাউদাউ করে আগুন জ্বলছে। এসময় তিনি ডাক-চিৎকার করিলে আসপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী আউয়াল হাওলাদারের ভাতিজা মো. তারিকুল ইসলাম মজিবর বলেন, আমার বৃদ্ধ চাচার কোনো সন্তানাদি নাই, নিঃসন্তান। তিনি তার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে খুবই অভাব-অনটনের ভিতর দিন কাটাচ্ছে। আমরা যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করি। কুটার কুড়ের পাশেই তাদের বসতঘর। অল্পের জন্য তাদের বসতঘরটি আগুন থেকে রক্ষা পেয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমি খুবই মর্মাহত হয়েছি। আমার ধারণা ইচ্ছাকৃতভাবে কেউ আগুন লাগিয়েছে। তাই আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তের দাবি জানাই।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফারুক হোসেন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এতে আনুমানিক প্রায় ৯ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।