মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২২ মার্চ ) সুবিদখালী বাজার নান্নু শপিং কমপ্লেক্স ভবনের ছাদে অসংখ্য নেতাকর্মী ও মুসল্লীর উপস্থিতিতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য জনাব এ্যাডভোকেট মজিবর রহমান টোটন, দেলোয়ার হোসেন নান্নু, মো. মিজানুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, গোলাম সরোয়ার মনজু, সদস্য মোবারক আলী মুন্সি, মহিলা দলের সভানেত্রী রাশিদা খানম মঞ্জু ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হাসিনা বেগম প্রমুখ।
এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বে উপজেলা ওলামা দলের নেতা মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।