ইস্রাফিল খান,কোটালীপাড়া প্রতিনিধি-
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মে) বিকেল ৫ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় বসে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
আলোচনা সভায় উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো: খলিলুর রহমান দাড়িয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নিত্য গোপাল মালো, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল তাজ, উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক সরজ বিশ্বাস, সাবেক উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মৎস্যজীবী লীগ নেতা পবিত্র সাহাসহ প্রমূখ উপস্থিত ছিলেন।