মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল। সেসময় শেখ মুজিবুরের মৃত্যুর পরে তার দলের পক্ষ থেকে কোন মিছিল বের করতে পারেনি তারা। এটা প্রমাণিত সত্য কথা। ২১ বছর পরে মনে আছে কিনা, মাথার মধ্যে কাপড় বেধে এভাবে মুনাজাত করে ক্ষমা চেয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল।
সোমবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র গণ অভ্যুথানে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে তিনি বলেন, আমাদের টাকায় কেনা গুলিতে আমাদের হত্যা করা হয়েছে। অনেক শিশুও আহত হয়েছেন, মারা গেছেন। আমরা সকলের রুহের মাগফেরাত কামনা করছি। যারা নিহত হয়েছেন তাদের জাতীয় বীর ঘোষণার দাবি জানাচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারী জেনারেল মাওলানা দেলোয়ার হোসনের সঞ্চালনায় ও জেলা জামায়াতে আমির আল্লামা ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, জেলা কর্মপরিষদ সদস্য শাহীদ আল ইসলাম, সাইয়েদ নূর-ই-আলম, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, শহীদ সাজুর বাবা আজহার আলী, নিখোঁজ আল আমিনের স্ত্রী সুমি আক্তার প্রমুখ।
পরে নিহতের স্বজনদের হাতে ১ লাখ করে টাকা আর্থিক সহয়তা হিসেবে প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারী জেনারেল।
শিরোনাম :
আওয়ামী লীগ ৭৫ সালেই নিষিদ্ধ হয়েছিল: আব্দুল হালিম
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:৩৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- ৮১৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ