ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, দুই কারখানাকে জরিমানা কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু ও উপকরণ বিতরণ শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধায় ৩৭ কেজি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ পঞ্চগড়ে উত্তরা গ্রীণ টি কারখানার চেয়ারম্যান ও পরিচালক কারাগারে ব্যাংক চালান ছাড়াই সার্ভার কপি বিতরণ দেবীগঞ্জ নির্বাচন অফিসে আদমদীঘি উপজেলা পরিদর্শনে বিভাগীয় পরিচালক পারভেজ রায়হান অবৈধ ইটভাটা বন্ধে সরকার কঠোর: বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে কংক্রিট ব্লক বাউফলে পৃথকভাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন আদমদিঘিতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা- র‌্যালি

অনলাইনে সরব: অডিও কলে সমন্বয়ককে ধমকালেন সাবেক এমপি নাঈমুজ্জামান

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অন্য নেতাদের মত আড়ালে রয়েছেন পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা। দুই মাসেরও বেশি সময় ধরে প্রকাশ্যে না এলেও গত কিছুদিন ধরে অনলাইনে বেশ সরব সাবেক এই সাংসদ।
এবার অনলাইনে থেকে অডিও কলের মাধ্যমে পঞ্চগড়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে ধমকানোর অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে।
ফজলে রাব্বী নামের ওই সমন্বয়ককে ম্যাসেঞ্জারে কল দিয়ে ধমকের স্বরে আক্রোশমূলক কথা বলেছেন তিনি। এমন একটি রেকর্ড হাতে এসেছে প্রতিবেদকের।
রেকর্ডটিতে নাঈমুজ্জামানকে বলতে শোনা যায়, ‘আমার ফেসবুকের ওয়ালে এসে তোমার বাহাদুরি কেন করতে হবে? আমি পঞ্চগড়েই আছি বেয়াদবি করবানা, আমার সাধারণ সৌজন্য শিষ্টাচার আছে বলেই মনোনয়ন পাবার পর আমাদের এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জমির উদ্দীন সরকারের (বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার) দোয়া নিতে গিয়েছিলাম। সাধারণ সৌজন্যতা বজায় রাখবা। রাজনীতি করতে চাও, রাজনীতিকে রাজনীতিকভাবে মোকাবেলা করবা, বেয়াদবি করবানা। বেয়াদবি করে কোনদিন রাজনীতিতে বড় হওয়া যায়না।
ম্যাসেঞ্জার কলে তিনি ফজলে রাব্বীকে আরো বলেন, আমার শিক্ষা, আমার রুচি, আমার ব্যাকগ্রাউন্ড এবং পঞ্চগড় নিয়ে কাজের অভিজ্ঞতা- সেটা অর্জন করতে তোমার বহু বছর লাগবে। আমি যতটুকু করছি জীবনে সেটুকু অর্জন করতে তোমার বহু বছর লাগবে। তোমরা মনে করো আমি লুকিয়ে আছি? তোমরা কি শুরু করছো?
জানা গেছে, সম্প্রতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিভিন্ন ইস্যু নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। মন্তব্যের ঘরে অনেকেই বিভিন্নররকম মন্তব্য করছেন। এমনই একটি স্ট্যাটাসে সমন্বয়ক ফজলে রাব্বীর মন্তব্যকে কেন্দ্র করেই অডিও কলে ক্ষোভ ঝেড়েছেন তিনি।
ফজলে রাব্বী বলেন, গত রোববার (১৩ সেপ্টেম্বর) আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ ম্যাসেঞ্জারে সাবেক এমপির কল দেখে কিছুটা অবাক হয়েই রিসিভ করলাম। কিন্তু তিনি যেভাবে কথা বলছিলেন, এরজন্য মোটেও প্রস্তুত ছিলামনা। তাই পুরো ফোন কলটি রেকর্ড করা সম্ভব হয়নি। আমাকে দেখে নিতে পারার ক্ষমতাও তার আছে- বলেছেন।
ফজলে রাব্বী আরও বলেন, এমপি নাঈমুজ্জামান আন্দোলনের সময় থেকেই শিক্ষার্থীদের ওপর চড়াও ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের আগের দিনও একটি স্ট্যাটাসে- রক্ত স্নানানে শুদ্ধ হবার ঘোষণা দিয়েছিলেন। আমরা এসব পরোয়া না করে জীবন বাজি রেখে আন্দোলন করেছি, এখন তাকে ছাড় দিয়ে কথা বলবো কেন?

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

অনলাইনে সরব: অডিও কলে সমন্বয়ককে ধমকালেন সাবেক এমপি নাঈমুজ্জামান

আপডেট টাইম : ০৩:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অন্য নেতাদের মত আড়ালে রয়েছেন পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা। দুই মাসেরও বেশি সময় ধরে প্রকাশ্যে না এলেও গত কিছুদিন ধরে অনলাইনে বেশ সরব সাবেক এই সাংসদ।
এবার অনলাইনে থেকে অডিও কলের মাধ্যমে পঞ্চগড়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে ধমকানোর অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে।
ফজলে রাব্বী নামের ওই সমন্বয়ককে ম্যাসেঞ্জারে কল দিয়ে ধমকের স্বরে আক্রোশমূলক কথা বলেছেন তিনি। এমন একটি রেকর্ড হাতে এসেছে প্রতিবেদকের।
রেকর্ডটিতে নাঈমুজ্জামানকে বলতে শোনা যায়, ‘আমার ফেসবুকের ওয়ালে এসে তোমার বাহাদুরি কেন করতে হবে? আমি পঞ্চগড়েই আছি বেয়াদবি করবানা, আমার সাধারণ সৌজন্য শিষ্টাচার আছে বলেই মনোনয়ন পাবার পর আমাদের এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জমির উদ্দীন সরকারের (বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার) দোয়া নিতে গিয়েছিলাম। সাধারণ সৌজন্যতা বজায় রাখবা। রাজনীতি করতে চাও, রাজনীতিকে রাজনীতিকভাবে মোকাবেলা করবা, বেয়াদবি করবানা। বেয়াদবি করে কোনদিন রাজনীতিতে বড় হওয়া যায়না।
ম্যাসেঞ্জার কলে তিনি ফজলে রাব্বীকে আরো বলেন, আমার শিক্ষা, আমার রুচি, আমার ব্যাকগ্রাউন্ড এবং পঞ্চগড় নিয়ে কাজের অভিজ্ঞতা- সেটা অর্জন করতে তোমার বহু বছর লাগবে। আমি যতটুকু করছি জীবনে সেটুকু অর্জন করতে তোমার বহু বছর লাগবে। তোমরা মনে করো আমি লুকিয়ে আছি? তোমরা কি শুরু করছো?
জানা গেছে, সম্প্রতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিভিন্ন ইস্যু নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। মন্তব্যের ঘরে অনেকেই বিভিন্নররকম মন্তব্য করছেন। এমনই একটি স্ট্যাটাসে সমন্বয়ক ফজলে রাব্বীর মন্তব্যকে কেন্দ্র করেই অডিও কলে ক্ষোভ ঝেড়েছেন তিনি।
ফজলে রাব্বী বলেন, গত রোববার (১৩ সেপ্টেম্বর) আমি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ ম্যাসেঞ্জারে সাবেক এমপির কল দেখে কিছুটা অবাক হয়েই রিসিভ করলাম। কিন্তু তিনি যেভাবে কথা বলছিলেন, এরজন্য মোটেও প্রস্তুত ছিলামনা। তাই পুরো ফোন কলটি রেকর্ড করা সম্ভব হয়নি। আমাকে দেখে নিতে পারার ক্ষমতাও তার আছে- বলেছেন।
ফজলে রাব্বী আরও বলেন, এমপি নাঈমুজ্জামান আন্দোলনের সময় থেকেই শিক্ষার্থীদের ওপর চড়াও ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের আগের দিনও একটি স্ট্যাটাসে- রক্ত স্নানানে শুদ্ধ হবার ঘোষণা দিয়েছিলেন। আমরা এসব পরোয়া না করে জীবন বাজি রেখে আন্দোলন করেছি, এখন তাকে ছাড় দিয়ে কথা বলবো কেন?