মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফজলে হাসান সিদ্দিকী নাঈম এর উপর অর্তকিত হামলার প্রতিবাদে কালোব্যাচ ধারণ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার হাসপাতালগুলোতে কর্মরত চিৎিসকেরা।
বৃহস্পতিবার (১৭অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
গত বুধবার দুপুরে মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ও ল্যাবরেটরি ইনচার্জ ডাঃ ফজলে হাসান সিদ্দিকী নাঈম। এসময় তার উপর জাকির হোসেন রাজু নামে এক ব্যাক্তি হামলা করেন। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করেছেন ওই চিকিৎসক।
মামলা সূত্রে জানাযায়, রাজনগর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে হোটেল কারিগর জাকির হোসেন রাজু চিকিৎসা নিতে গত ১২ অক্টোবর চিকিৎসক নাঈমের সাথে সাক্ষাৎ করেন। চিকিৎসক তাকে রোগের ওষুধের জন্য প্রেসক্রিপসনও দেন। ঘটনার দিন হঠাৎ রাজু হাসপাতালের চিকিৎসকের চেম্বারে গিয়ে বলেন তাঁকে ঘুমের ওষুধ দেয়া হয়নি কেন। গত তিনদিন থেকে তিনি ঘুমাতে পারেন না। এসব বলার পরে কিছু বুঝে ওঠার আগেই ডাক্তারের গালে থাপ্পর মারেন রাজু।
এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন পঞ্চগড়ের নেতৃবৃন্দ, জেলা মেডিক্যাল টেকনোলজিষ্ট ক্লাবের সদস্য, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) পঞ্চগড়ের নেতাকর্মী এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আদম সুফি, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার সহ সভাপতি ডা. বাহারাম আলী,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসআইএম রাজিউল করীম রাজু, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেম, ডা. আমির হোসেন (সার্জারী), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পঞ্চগড়ের সাধারণ সম্পাদক ও সদর আধুনিক হাসপাতালের ডা. মনসুর আলম (এনেস্থেশিয়া), ডা.এমআর রাজু (গাইনী) প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সারা দেশেই একটি প্রথা চালু হয়েছে স্বাস্থ্য সেবা মনমত না হলে চিকিৎসকেরা উপর হামলা করার। যা সত্যিই লজ্জাজনক। একজন চিকিৎসক সর্বদা নিজের সেরাটা দিয়ে রোগীর সেবা ও চিকিৎসা দেন। যেমন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে বর্হিবিভাগে সহস্রাধিক ও অভ্যন্তরীণ বিভাগে প্রায় তিনশত রোগীকে চিকিৎসা দেন মাত্র ১০ জন চিকিৎসক। অথচ আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা নাকি বাইরে থেকে চিকিৎসক আসতে দেইনা। এটা ভিত্তিহীন কথা।