শাহ আলম টাঙ্গাইল প্রতিনিধি-
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একটি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা হল রুমের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভার কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা
উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, এই উদ্যোগে মোট ৬,৪৭০ জন কৃষককে বিভিন্ন ফসলের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে গমের জন্য ৪০০ জন, ভুট্টার জন্য ১০০ জন, সরিষার জন্য ৫,৬০০ জন, সূর্যমুখীর জন্য ৫০ জন, চিনাবাদামের জন্য ১০০ জন, শীতকালীন পেঁয়াজের জন্য ২০ জন, মসুর ডালের জন্য ১০০ জন এবং খেসারীর জন্য ১০০ জন কৃষককে সহায়তা প্রদান করা হয়েছে।
কৃষি উৎপাদন বৃদ্ধির আশাবাদ
কর্মকর্তারা এই ধরনের প্রণোদনা কার্যক্রমকে স্থানীয় কৃষকদের ফসল উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন। একইসাথে, এই উদ্যোগ সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সঠিক পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা কৃষি খাতের সমৃদ্ধি ও দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
বিনামূল্যে বীজ ও সার বিতরণের এই কর্মসূচি কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, যা কৃষি উৎপাদনে তাদের উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।