মোহাম্মদ বাবুল হোসেন,পঞ্চগড়-
পঞ্চগড়ের বোদা উপজেলায় যুবদলের কর্মীসভা চলাকালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার মানিকপীর ফাযিল মাদরাসা মাঠে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় তিনজন আহত হয়। পরে ঘটনাস্থল থেকে চারটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেংহারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মীসভা চলাকালীন মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দুর্বৃত্তরা লক্ষ্য করে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন বলেন, যুবদলের কর্মীসভা চলাকালে কয়েকজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুর্বৃত্তদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।