ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে পররাষ্ট্র  উপদেষ্টার শোক গাজীপুরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত সাভার আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব মাদবর উপর সন্ত্রাসী হামলা গাজীপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় গাজীপুরে কর্পোরেট কোম্পানি থেকে পোল্ট্রি শিল্পকে রক্ষায় আলোচনা সভা সিরাজদিখানে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা; ছিনিয়ে নিয়েছে টাকা- স্বর্ণালংকার গাজীপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক শীত বস্ত্র বিতরণ আদমদীঘিতে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

সারজিস-হাসনাতের আকস্মিক সফর

মোঃ বাবুল হোসেন. পঞ্চগড়-
শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও অন্যতক সমন্বয়ক সারজিস আলম আকস্মিক সফরে পঞ্চগড় গেছেন। উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত বলেন, তরুণ আমাদের বিশ্বাস করতে হবে বৃদ্ধ মা-বাবারা অসামর্থ্যের পরিচয় দিয়েছে। এখন পরিস্থিতি তাদের আমাদের কাঁধে ভর দিয়ে চলতে হবে। এ জন্য আমাদে কাঁধকে শক্ত করতে হবে। তরুণ প্রজন্মকে নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় ভোটের বয়স ১৫ বছরে দেওয়া উচিত।’

ক্ষমতার জন্য দেশে গণহত্যা চালানো হয়েছে উল্লেখ করে সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘পুলিশ থেকে মুখোমুখি গুলি করা হয়েছে। ৩০০ থেকে ৩৫০ বুলেট লেগেছিল। সে মাত্র ১৮ বছরের ছেলে। তিন বছরের ছেলেমেয়েকে গুলি করে মারা হয়েছে। কয়েক মাসের বাচ্চাকে গুলি করে মারা হয়েছে। আমাদের কাছে অনেক বাবা কান্নাকাটি করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলকানা হওয়া হওয়া যাবে না। যে আপনাদের জন্য কাজ করে, আপনাদের জবাবদিহির জন্য প্রস্তুত থাকে, সে যে-ই হোক না কেন, তাকে আপনার প্রতিনিধি হিসেবে বেছে নেবেন। আমরা যদি এই জায়গায় সচেতন না হই, তাহলে আর কারা হবে।’

‘আমরা যারা নতুন প্রজন্মের প্রতিনিধি, তারা যেন আর দলকানা না হই’ উল্লেখ করে তিনি বলেন, ‘তাহলে অভ্যুত্থানের যে স্পিরিট, কেউ এমন ফ্যাসিস্ট হয়ে যাবে, একনায়ক হয়ে যাবে একেবারে। যারা আমাদের জন্য কাজ করবে, আমরা তাদের জন্য কাজ করব। সবাইকে রাজনীতিবিদ হতে হবে এমন না, তবে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।’

এর আগে তিনি ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চবিদ্যালয় এবং পরে তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় সমন্বয়কসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তবে আকস্মিক সফরের উদ্দেশ্য জানতে চাইলে তারা রাতে তেঁতুলিয়ার তেঁতুলতলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

সারজিস-হাসনাতের আকস্মিক সফর

আপডেট টাইম : ০২:৩৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

মোঃ বাবুল হোসেন. পঞ্চগড়-
শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও অন্যতক সমন্বয়ক সারজিস আলম আকস্মিক সফরে পঞ্চগড় গেছেন। উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত বলেন, তরুণ আমাদের বিশ্বাস করতে হবে বৃদ্ধ মা-বাবারা অসামর্থ্যের পরিচয় দিয়েছে। এখন পরিস্থিতি তাদের আমাদের কাঁধে ভর দিয়ে চলতে হবে। এ জন্য আমাদে কাঁধকে শক্ত করতে হবে। তরুণ প্রজন্মকে নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় ভোটের বয়স ১৫ বছরে দেওয়া উচিত।’

ক্ষমতার জন্য দেশে গণহত্যা চালানো হয়েছে উল্লেখ করে সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘পুলিশ থেকে মুখোমুখি গুলি করা হয়েছে। ৩০০ থেকে ৩৫০ বুলেট লেগেছিল। সে মাত্র ১৮ বছরের ছেলে। তিন বছরের ছেলেমেয়েকে গুলি করে মারা হয়েছে। কয়েক মাসের বাচ্চাকে গুলি করে মারা হয়েছে। আমাদের কাছে অনেক বাবা কান্নাকাটি করে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলকানা হওয়া হওয়া যাবে না। যে আপনাদের জন্য কাজ করে, আপনাদের জবাবদিহির জন্য প্রস্তুত থাকে, সে যে-ই হোক না কেন, তাকে আপনার প্রতিনিধি হিসেবে বেছে নেবেন। আমরা যদি এই জায়গায় সচেতন না হই, তাহলে আর কারা হবে।’

‘আমরা যারা নতুন প্রজন্মের প্রতিনিধি, তারা যেন আর দলকানা না হই’ উল্লেখ করে তিনি বলেন, ‘তাহলে অভ্যুত্থানের যে স্পিরিট, কেউ এমন ফ্যাসিস্ট হয়ে যাবে, একনায়ক হয়ে যাবে একেবারে। যারা আমাদের জন্য কাজ করবে, আমরা তাদের জন্য কাজ করব। সবাইকে রাজনীতিবিদ হতে হবে এমন না, তবে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।’

এর আগে তিনি ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চবিদ্যালয় এবং পরে তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় সমন্বয়কসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তবে আকস্মিক সফরের উদ্দেশ্য জানতে চাইলে তারা রাতে তেঁতুলিয়ার তেঁতুলতলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান।