মোঃ বাবুল হোসেন. পঞ্চগড়-
পঞ্চগড়ের মৈত্রী টি ইন্ডাস্ট্রিজকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ওই চা কারখানাটিতে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।
চা বোর্ড জানায়, পঞ্চগড়ের চা শিল্পের সংকট দূর করে চা শিল্প এগিয়ে নিতে জেলা প্রশাসকের উদ্যোগে গত দুই মাসে চার বার চা সংশ্লিষ্ট সকলকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে চায়ের সর্বনিম্ন দর প্রতি কেজি ১৭ টাকা নির্ধারণসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে এই সিদ্ধান্তগুলো মানা হচ্ছে কি না, তা তদারকি করার জন্য মনিটরিং টিমও গঠন করা হয়। এরপরও কিছু কারখানা মালিক নিয়মনীতি না মেনে খেয়াল খুশিমতো চা পাতা ক্রয় বিক্রয় করে আসছিলেন।
চাষিদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পঞ্চগড় জেলা শহরের সুরিভিটা হেলিপ্যাড এলাকায় মৈত্রী টি ইন্ডাস্ট্রিজে অভিযান চালায় জেলা প্রশাসন। কারখানাটিতে চাষিদের ন্যায্যমূল্য না দেওয়া, চাষিদের চায়ের ওজন থেকে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দাম দেওয়া ও মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগের সত্যতা পায় তারা। পরে কারখানা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।