নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় বীজ আলু ও ধান এর স্বাভাবিক মূল্য থেকে অতিরিক্ত মূল্য আদায় করা থেকে বিরত থাকতে সিরাজদিখান উপজেলায় কৃষকদের ন্যায্য মূল্যে বীজ আলু ও সার প্রাপ্তি নিশ্চিত করনের লক্ষে অংশীজনদের অবহিত করণ সভার আয়োজন করেছে সিরাজদিখান উপজেলা প্রশাসন। উক্ত সভায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান বাজারের সকল ডিলার পক্ষে খায়ের মাঝি বলেন, আপনারা আমাদের বীজ নিশ্চিত করুন আমরা সে অনুযায়ী বিক্রি করবো এটা দাবী আপনাদের কাছে। সিরাজদিখান উপজেলা কৃষি অফিসার আবু সাইদ শুভ্র বলেন কোন রকম সিন্ডিকেট হতে দেয়া যাবে না বাজারে আমরা সজাগ আছি এসময় সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,, বলেন আপনারা এই সভায় অঙ্গীকার করেন অতিরিক্ত মূল্যে বীজ আলু ও সার বিক্রি করবেন না কৃষককে কোনরকম হয়রানি করবেন না আমরা কিন্তুু বাজারে কঠোর নজর রাখবো। তিনি এই আশা প্রকাশ করে সকল কে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য সমাপ্ত করেন। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন আপনাদের প্রতি অনুরোধ কৃষক কে জিম্মি করে ব্যাবসা করবেন না কৃষক যাতে ন্যায্য মূল্যে বীজ ও সার পায় সেদিকে লক্ষ রাখুন আমরা সবাই কৃষক বান্ধব হতে চাই। সবসময় বাজার মনিটরিং এ রাখবে সিরাজদিখান উপজেলা প্রশাসন।