নিজস্ব প্রতিনিধি- সিরাজদিখানে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ, শিরোনামে জাতীয় দৈনিক খবর বাংলাদেশ সহ বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশিত হলে সেই সংবাদ প্রকাশের জেরে খিজির চৌধুরী উত্তর তাজপুর গ্রামের মোঃ জনি শেখ ও একই গ্রামের নুরুল ইসলাম বাবর্চির ছেলে সুজন, সহ আরোও দুজন ০৯/১২/২৪ ইং তারিখ রোজ সোমবার উত্তর তাজপুর গ্রামে জামাল এর দোকানে সামনে পাঠিয়ে দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক নাদিম হায়দার কে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে।
এ সময় উক্ত দোকানে অবস্থানরত গ্রামবাসী তার প্রতিবাদ করলে রোমান ও সুজন ও দুজন সহযোগীরা বলে ও কত বড় সাংবাদিক দেখে নেব। ওর হাত পা ভেঙে ফেলবো ও যদি নিউজ করা বন্ধ না করে। এ বিষয়ে উক্ত জামালের দোকানে অবস্থানরত একাধিক জন জানান ওরা দুজন মোটরসাইকেলযোগে এসে সাংবাদিক নাদিম হায়দারকে বিশ্রী ভাষায় গালাগালি করে এবং দেখে নেয়ার হুমকি দেয় আমরা তার প্রতিবাদ করলে একপর্যায়ে ওরা চলে যায়।
বিষয়টি নিয়ে নাদিম হায়দার জানান, আমার বাবা ইছাপুরা সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার কারণে সন্ধ্যার আগ হতে আমি সেখানে অবস্থান করি। আমি সন্ধ্যা ছয়টার সময় একাধিক জনের মাধ্যমে জানতে পারি রোমান ও সুজন ও আরোও দুজন নাকি জামাল কাকার দোকানে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাত পা ভেঙে ফেলার হুমকি প্রদান করে। আমি বিষয়টি নিয়ে আমার সহকর্মী সাংবাদিকবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। অভিযোগের বিষয়ে রোমানের কাছে জানতে চাইলে রোমান শেখ বিষয়টি অস্বীকার করে এবং বাকি লোকদের নাম না বলে ফোন রেখে দেয়। সুজনের সাথে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।