কুড়িগ্রাম-২ আসনের সাবেক এমপি জাফর আলী, ৪ আগস্ট ছাত্র জনতার ধাওয়া খেয়ে ঢাকায় এসে কল্যাণপুরে মেয়ের জামাইয়ের বাসায় আশ্রায় নেন। ২৬ ডিসেম্বর কল্যাণপুরের যুবদল নেতা লিওন অন্য এক মাধ্যমে জানতে পারেন। পরে লিওন বাংলা কলেজের সাবেক ভিপি ও সাবেক কমিশনার শামিম পারভেজের নিকট বিষয়টি খুলে বলেন।
শামিম পারভেজের নেতৃত্বে লিওন কিছু লোকজন নিয়ে, ওইদিন রাত দুইটার সময় কল্যাণপুর গার্লস স্কুলের সামনে ১১নং রোডে এমপি জাফর আলীর আশ্রায় নেয়া বাড়িতে গিয়ে, এমপি জাফরকে যুবদলের নেতা পরিচয় দিয়ে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন বিকাশের মাধ্যেমে এবং সাড়ে তিন লাখ টাকা নগদ সর্ব মোট পাঁচ লাখ টাকা নিয়ে এমপি জাফর আলীকে ছেড়ে দেন।
আবার ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় যুবদল নেতা লিওন ওই বাসায় গিয়ে আরো দুই লাখ টাকা নিয়ে আসেন। বিষয়টি নিয়ে এলাকার বিএনপি নেতাকর্মিদের মধ্যে চলছে সমালোচনার ঝড়।