মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
সোমবার (১৩ জানুয়ারী) মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ছয়টি উপজেলা বিভিন্ন ইউনিয়নগুলোতে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোঃ খিদির আব্দুস সালাম, আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজদিখান উপজেলার অর্থ সম্পাদক আব্দুল আউয়াল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
তারা এবার শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করেন। বিভিন্ন এলাকায় ঘুরে প্রকৃত প্রাপককে শীতবস্ত্র বুঝিয়ে দেয়া হয়।