পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ে একটি প্রাইভেট ক্লিনিকের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে সোলায়মান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে জেলা শহরের প্রাইম ক্লিনিকে এ ঘটনা ঘটে।
নিহত সোলায়মান পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার রহিমুল ইসলামের ছেলে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, ওই প্রাইভেট ক্লিনিকে রবিবার দুপুরে সোলায়মানের খালার অস্ত্রপচার করে একটি ছেলেসন্তান হয়। তাকে দেখতে মা সালমা বেগমের সঙ্গে ক্লিনিকের যায় সোলায়মান। এক পর্যায়ে সবার অগোচরে দ্বিতীয় তলা থেকে তৃতীয় উঠে যায় সে। তাকে দেখতে না পেয়ে তার মা ডাকাডাকি ও খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে তৃতীয় তলার ব্যালকনির ছোট দেয়ালে উঁকি দিলেই নিচে পড়ে যায় সোলায়মান।
এ সময় মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় সে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সোলায়মান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।
শিরোনাম :
পঞ্চগড়ে ক্লিনিকের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
-
খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- ৮১২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ