নাদিম হায়দার,মুন্সিগঞ্জ-
সিরাজদিখানের রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর নবনির্বাচিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় এর হলরুমে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি আবু তৈয়ব সনেট।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এর সার্বিক ব্যবস্থাপনা ও সহকারী প্রধান শিক্ষক মো.কবির উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধ মো.ফেরদাউছুর রহমান,অভিভাবক সদস্য,শাজাহান মোল্লা প্রমুখ । এসময়ে স্কুলের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীদের অভিভাবক নবগঠিত এডহক কমিটির সভাপতি আবু তৈয়ব সনেট কে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন। নবগঠিত এডহক কমিটির সভাপতি আবু তৈয়ব সনেট বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সবকিছু করা হবে এজন্য বিদ্যালয়ের সকল শিক্ষক অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।