ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে থেমে নেই যুবলীগ নেতা নুর ইসলামের চাঁদাবাজি-ত্রাসের রাজত্ব!

ছবি- যুবলীগ নেতা এস এম নুর ইসলাম।

বিশেষ প্রতিনিধি-
রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। চাঁদা দাবি করে সংঘবদ্ধ চক্রটি ব্যবসায়ীদের মুঠোফোনে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে আসছে।

অভিযোগ উঠেছে, বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের টার্গেট করে অনৈতিকভাবে চাঁদা দাবি করে আসছে একটি দুর্বৃত্ত চক্র। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, উত্তরা পশ্চিম থানার যুবলীগ নেতা এস এম নুর ইসলাম এই চক্রের মূল হোতা।

ব্যবসায়ীদের অভিযোগ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা এস এম নুর ইসলামের বিরুদ্ধে জুলাই আন্দোলনে দুটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এমন অপরাধ করেও দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এসে কি করে ছাত্র জনতার আন্দোলনে বাধা প্রদানকারী এই নুর ইসলামরা প্রশাসনের নাকের ডগায় এখনও এমন অপকর্ম করে বেড়াচ্ছে, বিষয়টি নিয়ে চরম হতাশা ও আতঙ্কে দিন পার করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

উল্লেখ্য, যুবলীগ নেতা নুর ইসলাম সাবেক সাংসদ শেখ হেলালের ক্যাডার বাহিনীও পরিচালনা করতেন। তার দেশের বাড়ি খুলনা।

ভুক্তভোগী ব্যবসায়ীরা আরও জানান, বিভিন্ন সময়ে ওই দুর্বৃত্ত চক্রটি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছিল। সরকারের সকল নিয়ম মেনে চলে দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা চালিয়ে আসা ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানান। দাবিকৃত চাঁদা না পাওয়ায় একপর্যায়ে চক্রটি ব্যবসায়ীদের মুঠোফোনে হুমকি প্রদান করা শুরু করে, যার বেশ কয়েকটি কল রেকর্ড এবং স্ক্রীনশট এই প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে।

যার একটি স্ক্রিনশটে নূর ইসলামের ক্যাডার বাহিনীর একজন জনৈক ব্যবসায়ীকে লিখেছেন, ”আপনার বিরুদ্ধে ছাত্র হত্যার অর্থদাতা হিসেবে অভিযোগ করেছে জনাব নুর ইসলাম। আপনি কি গোপনে আমার সাথে কথা বলবেন, আমি সম্পাদক সাহেবকে বলে নিউজ বন্ধ করে দিতে পারবো দাদা”

ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, কোন আমলেই – কখনোই তারা কোনরূপ রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন না। নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারকে উপযুক্ত ট্যাক্স-ভ্যাট দিয়ে সৎভাবে তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। পশ্চিম থানার যুবলীগ নেতা এস এম নুর ইসলাম তাদেরকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করে চাঁদাবাজি করছে।

এমন পরিস্থিতিতে ভুক্তভোগী ব্যবসায়ীরা স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশে বিঘ্ন ঘটছে বলে জানান। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এর উপযুক্ত প্রতিকার দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে থেমে নেই যুবলীগ নেতা নুর ইসলামের চাঁদাবাজি-ত্রাসের রাজত্ব!

আপডেট টাইম : ০১:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ছবি- যুবলীগ নেতা এস এম নুর ইসলাম।

বিশেষ প্রতিনিধি-
রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। চাঁদা দাবি করে সংঘবদ্ধ চক্রটি ব্যবসায়ীদের মুঠোফোনে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে আসছে।

অভিযোগ উঠেছে, বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের টার্গেট করে অনৈতিকভাবে চাঁদা দাবি করে আসছে একটি দুর্বৃত্ত চক্র। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, উত্তরা পশ্চিম থানার যুবলীগ নেতা এস এম নুর ইসলাম এই চক্রের মূল হোতা।

ব্যবসায়ীদের অভিযোগ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা এস এম নুর ইসলামের বিরুদ্ধে জুলাই আন্দোলনে দুটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এমন অপরাধ করেও দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এসে কি করে ছাত্র জনতার আন্দোলনে বাধা প্রদানকারী এই নুর ইসলামরা প্রশাসনের নাকের ডগায় এখনও এমন অপকর্ম করে বেড়াচ্ছে, বিষয়টি নিয়ে চরম হতাশা ও আতঙ্কে দিন পার করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

উল্লেখ্য, যুবলীগ নেতা নুর ইসলাম সাবেক সাংসদ শেখ হেলালের ক্যাডার বাহিনীও পরিচালনা করতেন। তার দেশের বাড়ি খুলনা।

ভুক্তভোগী ব্যবসায়ীরা আরও জানান, বিভিন্ন সময়ে ওই দুর্বৃত্ত চক্রটি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছিল। সরকারের সকল নিয়ম মেনে চলে দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা চালিয়ে আসা ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানান। দাবিকৃত চাঁদা না পাওয়ায় একপর্যায়ে চক্রটি ব্যবসায়ীদের মুঠোফোনে হুমকি প্রদান করা শুরু করে, যার বেশ কয়েকটি কল রেকর্ড এবং স্ক্রীনশট এই প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে।

যার একটি স্ক্রিনশটে নূর ইসলামের ক্যাডার বাহিনীর একজন জনৈক ব্যবসায়ীকে লিখেছেন, ”আপনার বিরুদ্ধে ছাত্র হত্যার অর্থদাতা হিসেবে অভিযোগ করেছে জনাব নুর ইসলাম। আপনি কি গোপনে আমার সাথে কথা বলবেন, আমি সম্পাদক সাহেবকে বলে নিউজ বন্ধ করে দিতে পারবো দাদা”

ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, কোন আমলেই – কখনোই তারা কোনরূপ রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন না। নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকারকে উপযুক্ত ট্যাক্স-ভ্যাট দিয়ে সৎভাবে তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। পশ্চিম থানার যুবলীগ নেতা এস এম নুর ইসলাম তাদেরকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করে চাঁদাবাজি করছে।

এমন পরিস্থিতিতে ভুক্তভোগী ব্যবসায়ীরা স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশে বিঘ্ন ঘটছে বলে জানান। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এর উপযুক্ত প্রতিকার দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।