ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নওগাঁয় শফিউল বারির পঞ্চম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল সারা দেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বিএনপি- আমিনুল হক ২৮ শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়েছে মহম্মদপুরে ক্লাবের জায়গায় এখন গরুর গোয়াল! দলীয় পরিচয়ে চাঁদাবাজি করলে ছাড় নয়: আমিনুল হক বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান! পটুয়াখালীতে সড়কের বেহাল অবস্থা, ২০ টাকার ভাড়া গুনতে হয় ৫০ টাকা ক্রীড়া ও ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করতে চায় বিএনপি – আমিনুল হক রূপনগরে বিএনপি নেতা মনিরুজ্জামান ও হান্নানের ১২ লাখ টাকা চাঁদাবাজি! মাইলস্টোন ট্র্যাজেডি: শহীদ সারিয়ার পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

শওকত আলী ইমনের সুরে দিয়ামনি ই-কমিউনিকেশনের থিম সং

দেশের খ্যাতনামা সামাজিক সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশন এবার তৈরি করতে যাচ্ছে হিরা সরকারের কথায় সংগঠনের থিম সং। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব এর নেতৃত্বে রোববার সন্ধ্যায় সংগঠনের একটি প্রতিনিধি দল দেশের প্রখ্যাত সংগীত পরিচালকূ শওকত আলী ইমনের স্টুডিওতে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করতে যান।

আলোচনায় থিম সংয়ের কথা ও সুর নিয়ে বিস্তারিত পরিকল্পনা হয়। এ সময় চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব জানান, থিম সংয়ের মূল বার্তা হবে মানবতা, নারী ক্ষমতায়ন এবং স্বপ্ন দেখার সাহসকে ঘিরে।

থিম সংয়ের সম্ভাব্য কিছু অংশ তুলে ধরেন তিনি “জাগো জাগো, জেগে ওঠো ও নারী
আছি তোমারি পাশে,
স্বপ্ন দেখো স্বপ্ন বুনো,
দিয়ামনি আছে তোমারি কাছে…

তিনি আরও বলেন, “আমাদের সংগঠন শুধু নামমাত্র কোনো সংগঠন নয়, বরং নারী, শিশু এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিনুর ইসলাম সাবা, জান্নাতুন নূর ও হীরা সরকার।

শওকত আলী ইমন থিম সং নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “দিয়ামনি ই-কমিউনিকেশন যে মানবিক চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করছে, তা অনুকরণীয়। থিম সংয়ের মাধ্যমে সে বার্তা আরও শক্তিশালীভাবে মানুষের মাঝে পৌঁছে যাবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অচিরেই গানটির রেকর্ডিং এবং প্রকাশনা সম্পন্ন হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় শফিউল বারির পঞ্চম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

শওকত আলী ইমনের সুরে দিয়ামনি ই-কমিউনিকেশনের থিম সং

আপডেট টাইম : ০২:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

দেশের খ্যাতনামা সামাজিক সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশন এবার তৈরি করতে যাচ্ছে হিরা সরকারের কথায় সংগঠনের থিম সং। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব এর নেতৃত্বে রোববার সন্ধ্যায় সংগঠনের একটি প্রতিনিধি দল দেশের প্রখ্যাত সংগীত পরিচালকূ শওকত আলী ইমনের স্টুডিওতে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করতে যান।

আলোচনায় থিম সংয়ের কথা ও সুর নিয়ে বিস্তারিত পরিকল্পনা হয়। এ সময় চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব জানান, থিম সংয়ের মূল বার্তা হবে মানবতা, নারী ক্ষমতায়ন এবং স্বপ্ন দেখার সাহসকে ঘিরে।

থিম সংয়ের সম্ভাব্য কিছু অংশ তুলে ধরেন তিনি “জাগো জাগো, জেগে ওঠো ও নারী
আছি তোমারি পাশে,
স্বপ্ন দেখো স্বপ্ন বুনো,
দিয়ামনি আছে তোমারি কাছে…

তিনি আরও বলেন, “আমাদের সংগঠন শুধু নামমাত্র কোনো সংগঠন নয়, বরং নারী, শিশু এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিনুর ইসলাম সাবা, জান্নাতুন নূর ও হীরা সরকার।

শওকত আলী ইমন থিম সং নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “দিয়ামনি ই-কমিউনিকেশন যে মানবিক চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করছে, তা অনুকরণীয়। থিম সংয়ের মাধ্যমে সে বার্তা আরও শক্তিশালীভাবে মানুষের মাঝে পৌঁছে যাবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অচিরেই গানটির রেকর্ডিং এবং প্রকাশনা সম্পন্ন হবে।