মাগুরায় জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি সহ জেলার ১০ শহীদকে স্মরণে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া মসজিদের সামনে থেকে শোক র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ শেষে ঢাকা রোড এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পার্কে অবস্থিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ গিয়ে শেষ হয়।
পরবর্তীতে সেখানে ‘জুলাই ২৪’ এর শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষায় তাঁদের ভূমিকার প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মাগুরা জেলা ছাত্রদলের নেতা শহীদ মেহেদী হাসান রাব্বি সহ ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত জেলার ১০ শহীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, ফারুক হোসেন, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।