“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলা’য় প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা, র্যালি, পুরষ্কার বিতরনীসহ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে।
আজ সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভায় সম্প্রসারণ কৃষি অফিসার, মনপুরা, ভোলা এর মাহমুদ আবদুল্লাহ আল নোমান এর সভাপতিত্বে । প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মনপুরা, ভোলা এর মোঃ ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: আকাশ সমদ্দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মাহতাফ অপু ভূইয়া, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা, ডাঃ কামাল উদ্দিন সহ সভাপতি উপজেলা বিএনপি, মফিজুর রহমান মিলন মাতব্বর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) উপজেলা বিএনপি, আবদুল মান্নান হাওলাদার সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৎস্য চাষি, উদ্যোক্তা ও মৎস্যজীবী, ইলেকট্রনিক্স পিন্ট মিডিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম । এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন অঞ্চলের মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ী প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য দেন ।এ সময় বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনসহ জনগণের আর্থসামাজিক উন্নয়নে মৎস্যখাতের অবদান অপরিসীম। চাষি পর্যায়ের লাগসই ও জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি সম্প্রসারণ, উন্মুক্ত জলাশয় সহ-ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ও জলবায়ু সহনশীল ব্যবস্থাপনার ফলে বাংলাদেশ বর্তমানে মৎস্য উৎপাদনে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি বলেন, কোথাও যদি আপনারা চায়না দুয়ারি, কারেন্ট জাল দেখেন তাহলে মৎস্য অফিস কে জানাবেন।
অনুষ্ঠান শেষে মৎস্য চাষে মানসম্মত পোনা উৎপাদন উদ্যোক্তা হিসেবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন, দেশীয় প্রজাতীর মাছ উৎপাদন চাষে সফল হওয়ায় আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন এবং গুনগত মানসম্পন্ন পোনা উৎপাদন চাষে সফল হওয়ায় আবদুর রহিম ফরাজীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।