“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে মাগুরায় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে পোনামাছ অবমুক্তকরন, র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার ১৮ আগস্ট সকাল ৯.৩০ টার সময় মাগুরা জেলা প্রশাসক বাসভবনের পুকুরে পোনা মাছ দেওয়া ও ১০.৩০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ মাগুরা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস এর আয়োজনে মৎস্য সপ্তাহ পালন করা হয়।
মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম পিপিএম, মাগুরা সিভিল সার্জন ডাঃ মো: শামীম কবির, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো: তাজুল ইসলাম, মাগুরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিহির কান্তি বিশ্বাস, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা অফিসের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিদুজ্জামান, জেলার সরকারি অবসর সংস্থার সভাপতি মোঃ ফারুকুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সাজ্জাদ হোসেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, মাগুরা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ ফারুক আহমেদ সহ প্রমুখ।
মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। মাছ দেশের প্রোটিন চাহিদা পূরণসহ অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইতিমধ্যে মাছের প্রজনন, মাছ চাষ ও বৃদ্ধির জন্য ফটকি নদী সহ বেশ কয়কটি স্থানে মাগুরা জেলার উপজেলায় অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। এছাড়াও মৎস্য চাষীরা ঘের, হাওড়, বাওড়, খাল, কেনাল, পুকুরে তেলাপিয়া মাছ, পাঙ্গাশ মাছ সহ যাবতীয় মাছের উৎপাদন করা হচ্ছে। তিনি আরও বলেন তেলাপিয়া মাছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে।
আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সালে মাছের গুণগতমানের পোনা উৎপাদন সম্নাননা স্মারক পুরস্কার পেলেন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের মোঃ আমজাদ হোসেন, মৎস্য সম্পদ উন্নয়নে সমাজভিত্তিক সংগঠনের অবদানের জন্য সিরিজদিয়া গ্রামের সিরিজদিয়া মৎস্যজীবী সমবায় সমিতি ও কার্প মিশ্র চাষে হাজীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোঃ নাজমুল হাসান। এসময় মাগুরা জেলা মৎস্য অফিসের পক্ষ থেকে প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম কে ক্রেস্ট সম্মাননা প্রদান করেন মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ ও আগুন্তক অতিথি বৃন্দগণ।