ভোলার মনপুরার অদ্য বিকাল ০৩ ঘটিকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। ৩ঃ২০ মিনিটে শুরু আকস্মিক বজ্রপাত ও ঝড়ো বৃষ্টি। প্রায় ৩০ মিনিটের অধিক বজ্রপাতে ৫নং কলাতলী ইউনিয়নের কাজির চরে শিকার করতে গিয়ে জীবন দাস নামের ৫০এক শিকারির মৃত্যু হয়। তিনি কলাতলী হিন্দু আবাসনের বাসিন্দা। এছাড়াও মনপুরার বিভিন্ন জায়গায় ছয়টি গরু ও একটি মহিষ মারা যায়। ২ নং হাজীর হাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জিয়া উদ্দিনের তিনটি গরুর মৃত্যু হয় ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোকেশনাল স্কুলের পাশে জাকির ও ইয়াসিন নামের দুই ব্যক্তির দুটি গরু মারা যায় ২ নং হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার এর ব্যবসায়ী মোঃ শামসুদ্দিনের একটি মহিষ মারা যায়। এ নিয়ে দীপ জ্বেলে আতঙ্ক বিরাজ করছে অনেকে জানিয়েছেন তীব্র বজ্রপাতের শব্দে নারী ও পুরুষের মাঝে বিথী ছড়িয়ে পড়েছে স্থানীয়রা জানান অবিলম্বে মানুষকে সচেতন করতে প্রশাসনের উদ্যোগ নেয়া জরুরী জাতির প্রাণহানি রোধ করা যায়।
শিরোনাম :
মনপুরার ইতিহাসে রেকর্ড পরিমান বজ্রপাত :কাকড়া শিকারীর মৃত্যু সহ ৬ গরু মহিষের মৃত্যু
-
মনপুরা উপজেলা প্রতিনিধি :
- আপডেট টাইম : ০১:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- ৭৭১ বার পড়া হয়েছে
ট্যাগস