গুরুদাসপুর ( নাটোর) প্রতিনিধি-
নাটোর জেলা পুলিশে বিভাগীয় পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পাওয়া আসাব উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করানো হয়েছে।
আজ নাটোর পুলিশ লাইন্সে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম এই র্যাংক ব্যাজ পরিধান করিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমিন লাবু, ইন্সপেক্টর (শহর ও যানবাহন) জনাব মোঃ রেজাউল করিম, ইন্সপেক্টর (মোটরযান শাখা) জনাব মোঃ শরিফুল ইসলাম খান, এবং ইন্সপেক্টর পুলিশ লাইন নাটোর জনাব মোঃ রকিব উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে বলেন, “সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করাই একজন আদর্শ পুলিশ কর্মকর্তার পরিচয়।” তিনি আসাব উদ্দিনের সফলতা কামনা করেন এবং ভবিষ্যত কর্মজীবনে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।