ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, দুই কারখানাকে জরিমানা কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে গরু ও উপকরণ বিতরণ শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধায় ৩৭ কেজি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ পঞ্চগড়ে উত্তরা গ্রীণ টি কারখানার চেয়ারম্যান ও পরিচালক কারাগারে ব্যাংক চালান ছাড়াই সার্ভার কপি বিতরণ দেবীগঞ্জ নির্বাচন অফিসে আদমদীঘি উপজেলা পরিদর্শনে বিভাগীয় পরিচালক পারভেজ রায়হান অবৈধ ইটভাটা বন্ধে সরকার কঠোর: বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে কংক্রিট ব্লক বাউফলে পৃথকভাবে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন আদমদিঘিতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা- র‌্যালি

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও মানহীন তেলসহ নিম্নমানের উপকরণ ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই কারখানাকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি ও পৌরসভার জালাসী এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসন।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি। এ সময় দুটি কারখানাকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় প্রায় দুই শতাধিক কেজি চানাচুর।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি এলাকায় ‘বাবু চানাচুর’ নামের কারখানায় পোকামাকড়যুক্ত বাদাম, মানহীন মরিচগুঁড়া ও নোংরা তেল ব্যবহার করে চানাচুর তৈরি করা হতো। এ অপরাধে কারখানার মালিক শরিফ উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানায় প্রস্তুত রাখা প্রায় ১২০ কেজি চানাচুর জব্দ করে ধ্বংস করা হয়।

একই অভিযানের দ্বিতীয় ধাপে পৌরসভার জালাসী এলাকায় ‘সারোয়ার চানাচুর’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অভিযোগে মালিক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান থেকে জব্দকৃত প্রায় ১০০ কেজি চানাচুরও ধ্বংস করা হয়।

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন খালিদের নেতৃত্বে অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, সদর থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম, সেনা সদস্য ও থানা পুলিশের একটি টিম।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, “কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি হচ্ছিল। ব্যবহৃত তেলের মান ছিল অত্যন্ত নোংরা, চারদিকে স্যাঁতসেঁতে পরিবেশ। এজন্য প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন, দুই কারখানাকে জরিমানা

আপডেট টাইম : ০৩:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও মানহীন তেলসহ নিম্নমানের উপকরণ ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই কারখানাকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি ও পৌরসভার জালাসী এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসন।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি। এ সময় দুটি কারখানাকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় প্রায় দুই শতাধিক কেজি চানাচুর।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি এলাকায় ‘বাবু চানাচুর’ নামের কারখানায় পোকামাকড়যুক্ত বাদাম, মানহীন মরিচগুঁড়া ও নোংরা তেল ব্যবহার করে চানাচুর তৈরি করা হতো। এ অপরাধে কারখানার মালিক শরিফ উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানায় প্রস্তুত রাখা প্রায় ১২০ কেজি চানাচুর জব্দ করে ধ্বংস করা হয়।

একই অভিযানের দ্বিতীয় ধাপে পৌরসভার জালাসী এলাকায় ‘সারোয়ার চানাচুর’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অভিযোগে মালিক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান থেকে জব্দকৃত প্রায় ১০০ কেজি চানাচুরও ধ্বংস করা হয়।

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন খালিদের নেতৃত্বে অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, সদর থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম, সেনা সদস্য ও থানা পুলিশের একটি টিম।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, “কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি হচ্ছিল। ব্যবহৃত তেলের মান ছিল অত্যন্ত নোংরা, চারদিকে স্যাঁতসেঁতে পরিবেশ। এজন্য প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।