পাবনা প্রতিনিধি-
পাবনা সদর থানার মালিগাছা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ভজেন্দ্রপুর গ্রামে (৫ আগস্ট) পরে আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান করে একাধিক হামলা, গরু চুরি, অটো চুরি, মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যু রনবীর শেখ রনি (নাপিত) এর বিরুদ্ধে মানব্বন্ধন করেছে এলাকাবাসী।
জানা যায়, এলাকার নাজির লাপিতের ছেলে রনবীর শেখ রনি দীর্ঘদিন যাবত গরু চুরি,অটো সিএনজি ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে । রনির অত্যাচারে এলাকাবাসীর অতিষ্ঠ । তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।মানববন্ধনে বক্তারা এর প্রতিকার চেয়ে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।