ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধর্মের অপব্যবহার ও তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের ঢাকা-১০ আসন হবে চাঁদাবাজ-সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত- শেখ রবিউল আলম এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ জামায়াত ইসলামি কোন বাঁকা পথে ক্ষমতায় যেতে চায় না- অধ্যাপক ফখরুদ্দিন বিডা’র রেমিট্যান্স অনুমোদন সেবা এখন পুরোপুরি অনলাইনে পার্বত্য চট্টগ্রামের কলেজগুলোর উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে -ভাইস-চ্যান্সেলর হ্যাঁ’-এর প্রার্থী আপনি আমি আমরা সবাই- আলী রীয়াজ দুর্গম থানচি থেকে রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা শুরু দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত যারা ঢাকা-১৬ আসন: মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের

মাগুরাতে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো চাপাতলা গ্রামের আনারুল হোসেনের মেয়ে তারিন (৮), সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৯) এবং তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯)। স্থানীয়রা জানিয়েছেন, তারা পরস্পরের চাচাতো বোন।

দুপুরে একসঙ্গে খেলার ছলে তিন শিশু গ্রামের পাশের খালে গোসল করতে নামে। দীর্ঘ সময় পরেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের খাল থেকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে তারা সবাই মৃত্যুবরণ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুদের আনুমানিক আড়াইটার দিকে হাসপাতালে আনা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি দুপুর ১টার কিছু পরেই ঘটেছে এবং হাসপাতালে আনার আগেই তিনজনেরই মৃত্যু হয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় চাপাতলা গ্রাম ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক। নিহতদের বাড়িতে চলছে আহাজারি, আর গোটা গ্রামে নেমে এসেছে নিস্তব্ধতা ও বেদনার ভারী ছায়া।

স্থানীয় এক বাসিন্দা জানান, তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে খেলতে গিয়েছিল। কে জানত এই খেলাই হবে তাদের জীবনের শেষ মুহূর্ত।

এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে ভবিষ্যতে শিশুরা যাতে রক্ষা পায়, সে জন্য স্থানীয় পর্যায়ে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন সচেতন মহল।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ধর্মের অপব্যবহার ও তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

মাগুরাতে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৫৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো চাপাতলা গ্রামের আনারুল হোসেনের মেয়ে তারিন (৮), সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৯) এবং তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯)। স্থানীয়রা জানিয়েছেন, তারা পরস্পরের চাচাতো বোন।

দুপুরে একসঙ্গে খেলার ছলে তিন শিশু গ্রামের পাশের খালে গোসল করতে নামে। দীর্ঘ সময় পরেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের খাল থেকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে তারা সবাই মৃত্যুবরণ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুদের আনুমানিক আড়াইটার দিকে হাসপাতালে আনা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি দুপুর ১টার কিছু পরেই ঘটেছে এবং হাসপাতালে আনার আগেই তিনজনেরই মৃত্যু হয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় চাপাতলা গ্রাম ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক। নিহতদের বাড়িতে চলছে আহাজারি, আর গোটা গ্রামে নেমে এসেছে নিস্তব্ধতা ও বেদনার ভারী ছায়া।

স্থানীয় এক বাসিন্দা জানান, তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে খেলতে গিয়েছিল। কে জানত এই খেলাই হবে তাদের জীবনের শেষ মুহূর্ত।

এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে ভবিষ্যতে শিশুরা যাতে রক্ষা পায়, সে জন্য স্থানীয় পর্যায়ে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন সচেতন মহল।