ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরা-২ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের সমাবেশ পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু মাগুরা ২ আসনে কাজী কামালের লক্ষ্যাধিক লোকের সমাবেশের প্রস্তুতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড নওগাঁর মহাদেবপুরে হোন্ডা কোম্পানি’র সাইন ১০০ মোটরসাইকেলের উদ্বোধন ইটভাটায় গাছ কাটার অভিযোগে অভিযান ট্রাকভর্তি ১১ টন কাঠ জব্দ অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা নিখোঁজ মিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আমিরুজ্জামান, সম্পাদক জহিরুল বিএনপি গণঅধিকার পরিষদ জোট হলে মুন্সীগঞ্জ-৩ আসনে লড়বে মোঃ ফারুক হোসেন গুরুদাসপুর থেকে দেশের প্রথম ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি’ উদ্বোধন

পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু

“তারুণ্যের উৎসব ২০২৫” স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনায় শুরু হলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। মঙ্গলবার (১৮ নভেম্বর, ২০২৫ খ্রি.) শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। কাকতালীয়ভাবে, এই দিনটিই ছিল পাবনার নবাগত জেলা প্রশাসক জনাব শাহেদ মোস্তফার প্রথম কর্মদিবস, যিনি এই টুর্নামেন্টের উদ্বোধনের মাধ্যমে তাঁর নতুন ইনিংস শুরু করলেন।

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক জনাব শাহেদ মোস্তফা। তাঁর উপস্থিতিতে তরুণদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে তরুণদের শক্তি ও উদ্যমকে দেশ ও পৃথিবী পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি শিক্ষা ও আইসিটি মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব এবং জেলা ক্রীড়া অফিসার মো: তারিকুল ইসলাম। বক্তারা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” – এই প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বহু ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে বিভিন্ন কলেজের খেলোয়াড়, শিক্ষক ও শিক্ষার্থীরা স্টেডিয়ামে ভিড় জমান, যা তারুণ্যের উৎসবকে এক নতুন মাত্রা দেয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, পাবনার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টটি তরুণদের মধ্যে ক্রীড়া উদ্দীপনা সৃষ্টি এবং তাদের মেধা ও মননকে সঠিক পথে চালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফার প্রথম কর্মদিবসে এমন একটি জনমুখী ও তারুণ্য নির্ভর আয়োজনের উদ্বোধন নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এর মাধ্যমে স্থানীয় প্রশাসন যে খেলাধুলা ও যুবশক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, সেই বিষয়টিই স্পষ্ট হলো। আশা করা যাচ্ছে, এই টুর্নামেন্টের মাধ্যমে পাবনার কলেজ পর্যায়ের ফুটবল প্রতিভার উন্মোচন ঘটবে এবং আগামী দিনে তারা জাতীয় পর্যায়ে অবদান রাখবে।

ট্যাগস

মাগুরা-২ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের সমাবেশ

পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু

আপডেট টাইম : ০৫:২২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

“তারুণ্যের উৎসব ২০২৫” স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনায় শুরু হলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। মঙ্গলবার (১৮ নভেম্বর, ২০২৫ খ্রি.) শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। কাকতালীয়ভাবে, এই দিনটিই ছিল পাবনার নবাগত জেলা প্রশাসক জনাব শাহেদ মোস্তফার প্রথম কর্মদিবস, যিনি এই টুর্নামেন্টের উদ্বোধনের মাধ্যমে তাঁর নতুন ইনিংস শুরু করলেন।

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক জনাব শাহেদ মোস্তফা। তাঁর উপস্থিতিতে তরুণদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে তরুণদের শক্তি ও উদ্যমকে দেশ ও পৃথিবী পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি শিক্ষা ও আইসিটি মোঃ মনিরুজ্জামান, প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব এবং জেলা ক্রীড়া অফিসার মো: তারিকুল ইসলাম। বক্তারা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” – এই প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বহু ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে বিভিন্ন কলেজের খেলোয়াড়, শিক্ষক ও শিক্ষার্থীরা স্টেডিয়ামে ভিড় জমান, যা তারুণ্যের উৎসবকে এক নতুন মাত্রা দেয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, পাবনার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টটি তরুণদের মধ্যে ক্রীড়া উদ্দীপনা সৃষ্টি এবং তাদের মেধা ও মননকে সঠিক পথে চালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
নবাগত জেলা প্রশাসক শাহেদ মোস্তফার প্রথম কর্মদিবসে এমন একটি জনমুখী ও তারুণ্য নির্ভর আয়োজনের উদ্বোধন নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এর মাধ্যমে স্থানীয় প্রশাসন যে খেলাধুলা ও যুবশক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, সেই বিষয়টিই স্পষ্ট হলো। আশা করা যাচ্ছে, এই টুর্নামেন্টের মাধ্যমে পাবনার কলেজ পর্যায়ের ফুটবল প্রতিভার উন্মোচন ঘটবে এবং আগামী দিনে তারা জাতীয় পর্যায়ে অবদান রাখবে।