ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তারেক রহমানের জন্মদিনে নওগাঁয় দোয়া ও খাবার বিতরণ মাগুরা-২ আসনে পরিবর্তনের হাওয়া মাগুরা-২ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের সমাবেশ পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু মাগুরা ২ আসনে কাজী কামালের লক্ষ্যাধিক লোকের সমাবেশের প্রস্তুতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড নওগাঁর মহাদেবপুরে হোন্ডা কোম্পানি’র সাইন ১০০ মোটরসাইকেলের উদ্বোধন ইটভাটায় গাছ কাটার অভিযোগে অভিযান ট্রাকভর্তি ১১ টন কাঠ জব্দ অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা নিখোঁজ মিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আমিরুজ্জামান, সম্পাদক জহিরুল

মাগুরা-২ আসনে পরিবর্তনের হাওয়া

দলীয় প্রতীক না পেলেও তৃণমূলের নেতাকর্মীদের দাবির মুখে মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শালিখা উপজেলা বিএনপির (একাংশের) উদ্যোগে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার মনোনয়নের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।
কাজী কামাল বলেন, আমার প্রথম লক্ষ্য দলীয় মনোনয়ন পাওয়া। তবে সেটি না মিললে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। এ সময় তিনি শালিখা ও মহম্মদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি একটি তৃণমূলনির্ভর রাজনৈতিক দল। আর এ দলের প্রাণশক্তি সাধারণ মানুষ। যারা বছরের পর বছর প্রতিকূলতার মধ্যেও দলকে ধরে রেখেছেন সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতই হবে প্রধান বিবেচ্য।
বিগত আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে কাজী কামাল বলেন, অনেকে মারা গেছেন, কারও চাকরি গেছে, কারও জমিজমা হাতছাড়া হয়েছে। আমার নিজের ব্যবসাও হারিয়েছি, সাত বছর জেল খেটেছি। মাগুরা-২ আসনে যাকে মনোনয়ন দিয়েছে সেই প্রার্থীর সাথে শালিখা, মহম্মদপুর উপজেলার কোনো নেতাকর্মী নেই।
তিনি আরও বলেন, শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯ ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সাম্প্রতিক ভোটে নির্বাচিত বিএনপির ৫১৩ জন নেতার মধ্যে ৫০১ জন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিতভাবে নিতাই রায়ের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন।
শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটনের সভাপতিত্বে ও বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে বিএনপির পক্ষ থেকে এড. নিতাই রায় চৌধুরীকে কেন্দ্র থেকে ধানের শীষে মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন দেয়ার পর থেকেই বিএনপি’র কাজী সালিমুল হক কামাল সমর্থিত লোকজন চরম ক্ষুব্ধ হন।
১৮ নভেম্বর শালিখায় কাজী সালিমুল হক কামালের পক্ষে তৃণমুল নেতাদের লক্ষাধিক মানুষের জনসভা দেখে বিএনপির কেন্দ্রীয় নেতারা পরিবর্তনের হিসাব নিকাশ করতে বসছে এবং ২২ নভেম্বর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ট্যাগস

তারেক রহমানের জন্মদিনে নওগাঁয় দোয়া ও খাবার বিতরণ

মাগুরা-২ আসনে পরিবর্তনের হাওয়া

আপডেট টাইম : ০১:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

দলীয় প্রতীক না পেলেও তৃণমূলের নেতাকর্মীদের দাবির মুখে মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শালিখা উপজেলা বিএনপির (একাংশের) উদ্যোগে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার মনোনয়নের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।
কাজী কামাল বলেন, আমার প্রথম লক্ষ্য দলীয় মনোনয়ন পাওয়া। তবে সেটি না মিললে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। এ সময় তিনি শালিখা ও মহম্মদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি একটি তৃণমূলনির্ভর রাজনৈতিক দল। আর এ দলের প্রাণশক্তি সাধারণ মানুষ। যারা বছরের পর বছর প্রতিকূলতার মধ্যেও দলকে ধরে রেখেছেন সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতই হবে প্রধান বিবেচ্য।
বিগত আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে কাজী কামাল বলেন, অনেকে মারা গেছেন, কারও চাকরি গেছে, কারও জমিজমা হাতছাড়া হয়েছে। আমার নিজের ব্যবসাও হারিয়েছি, সাত বছর জেল খেটেছি। মাগুরা-২ আসনে যাকে মনোনয়ন দিয়েছে সেই প্রার্থীর সাথে শালিখা, মহম্মদপুর উপজেলার কোনো নেতাকর্মী নেই।
তিনি আরও বলেন, শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯ ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সাম্প্রতিক ভোটে নির্বাচিত বিএনপির ৫১৩ জন নেতার মধ্যে ৫০১ জন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিতভাবে নিতাই রায়ের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন।
শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটনের সভাপতিত্বে ও বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে বিএনপির পক্ষ থেকে এড. নিতাই রায় চৌধুরীকে কেন্দ্র থেকে ধানের শীষে মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন দেয়ার পর থেকেই বিএনপি’র কাজী সালিমুল হক কামাল সমর্থিত লোকজন চরম ক্ষুব্ধ হন।
১৮ নভেম্বর শালিখায় কাজী সালিমুল হক কামালের পক্ষে তৃণমুল নেতাদের লক্ষাধিক মানুষের জনসভা দেখে বিএনপির কেন্দ্রীয় নেতারা পরিবর্তনের হিসাব নিকাশ করতে বসছে এবং ২২ নভেম্বর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।