ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪ তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু শহিদুল ইসলাম বাবুলের সহযোগিতায় দুই ইউনিয়ন ফেরত পেল ফরিদপুর-৪ কালীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো বিএনপি মানবিকতার আলোকবর্তিকা শিক্ষক টি এম মনোয়ার হোসেন নির্বাচিত হতে পারলে সিরাজদিখান ও শ্রীনগরকে পৌড়সভায় রুপান্তর করবো- ফখরুদ্দিন রাজি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সম্প্রীতির আহ্বান-নাইক্ষ্যংছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের লিফলেট বিতরণ ফরিদপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শহিদুল ইসলাম বাবুলের সহযোগিতায় দুই ইউনিয়ন ফেরত পেল ফরিদপুর-৪

ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে জুড়ে দেওয়া ফরিদপুর-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফেরত দিয়ে পুনরায় গেজেট প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গেজেট নোটিফিকেশন প্রকাশের এই আদেশ কার্যকর করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির। রিট পিটিশনকারীদের মধ্যে অন্যতম ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল।

আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির বলেন, ভাঙ্গা থেকে যে দুইটি ইউনিয়ন কর্তন করা হয়েছিল সেগুলি ফেরত দিয়ে গেজেট নোটিফিকেশন পাবলিশ করার আদেশ দিয়েছেন আদালত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলগী এবং হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট নোটিফিকেশন পাবলিশ করার আদেশ দেন মহামান্য আদালত। গত প্রায় তিন মাস ধরে এই রিটের শুনানি হয়েছে। এতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শহিদুল ইসলাম বাবুল ভাই। তিনি রিট পিটিশনারদের মধ্যেও অন্যতম একজন সদস্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, আমরা শুরুতেই বলেছিলাম হামিরদী ও ভাঙ্গা ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে আনবো। এর জন্য রিট পিটিশন থেকে শুরু করে যা যা করা প্রয়োজন আমরা করেছি। এই কাজে অন্য কেউ এগিয়ে আসেনি। বরং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে আমাদের এই কাজকে বারবার তাচ্ছিল্য করা হয়েছে। তবে আজকের দিনে আমরা বিজয়ী হয়েছি। ফরিদপুর-৪ আসন নিয়ে যত নোংরা রাজনীতি ছিল, যত অপপ্রচার ছিল আমাদের বিজয়ের মধ্য দিয়ে এগুলো সবকিছুর অবসান হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ফরিদপুরের-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে জুড়ে দেওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর প্রথমে দুই মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। কর্মসূচি থেকে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

তবে দাবি বাস্তবায়ন না হওয়ায় গত ৯ সেপ্টেম্বর সকাল থেকে আবার অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এরপর তিন দিন সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হয়। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা নির্বাচন অফিস, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।

ইসির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন ৯ সেপ্টেম্বর রিট করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-৪

শহিদুল ইসলাম বাবুলের সহযোগিতায় দুই ইউনিয়ন ফেরত পেল ফরিদপুর-৪

আপডেট টাইম : ০৩:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে জুড়ে দেওয়া ফরিদপুর-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফেরত দিয়ে পুনরায় গেজেট প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গেজেট নোটিফিকেশন প্রকাশের এই আদেশ কার্যকর করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন রিট আবেদনকারীদের পক্ষের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির। রিট পিটিশনকারীদের মধ্যে অন্যতম ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল।

আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির বলেন, ভাঙ্গা থেকে যে দুইটি ইউনিয়ন কর্তন করা হয়েছিল সেগুলি ফেরত দিয়ে গেজেট নোটিফিকেশন পাবলিশ করার আদেশ দিয়েছেন আদালত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলগী এবং হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট নোটিফিকেশন পাবলিশ করার আদেশ দেন মহামান্য আদালত। গত প্রায় তিন মাস ধরে এই রিটের শুনানি হয়েছে। এতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শহিদুল ইসলাম বাবুল ভাই। তিনি রিট পিটিশনারদের মধ্যেও অন্যতম একজন সদস্য।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, আমরা শুরুতেই বলেছিলাম হামিরদী ও ভাঙ্গা ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে আনবো। এর জন্য রিট পিটিশন থেকে শুরু করে যা যা করা প্রয়োজন আমরা করেছি। এই কাজে অন্য কেউ এগিয়ে আসেনি। বরং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে আমাদের এই কাজকে বারবার তাচ্ছিল্য করা হয়েছে। তবে আজকের দিনে আমরা বিজয়ী হয়েছি। ফরিদপুর-৪ আসন নিয়ে যত নোংরা রাজনীতি ছিল, যত অপপ্রচার ছিল আমাদের বিজয়ের মধ্য দিয়ে এগুলো সবকিছুর অবসান হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ফরিদপুরের-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে জুড়ে দেওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর প্রথমে দুই মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। কর্মসূচি থেকে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

তবে দাবি বাস্তবায়ন না হওয়ায় গত ৯ সেপ্টেম্বর সকাল থেকে আবার অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এরপর তিন দিন সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হয়। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা নির্বাচন অফিস, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক ও রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।

ইসির প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন ৯ সেপ্টেম্বর রিট করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।