বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে বলেছেন, কারাগারে বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল । বেগম খালেদা জিয়া যে দিন গ্রেফতার হয়েছিল, সেই দিনের মেডিকেল রিপোর্ট ডাক্তারদের কাছে আছে, তখন তিনি সুস্থ ছিলেন।
সোমবার ( ১৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ীতে থাকাকালীন বেগম খালেদা জিয়া তার স্বামীকে হারালেন, মাকে হারালেন, বোনকে হারালেন, ভাইকে হারালেন, প্রিয় সন্তানকে হারালেন। ওই বাড়ীতে তার অনেক স্মৃতি বিজড়িত। সেই বাড়ী থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে ন্যাক্কারজনকভাবে বের করে দিয়েছে।
দেউলী সুবিদখালি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, ,সাবেক সভাপতি আশরাফ আলী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, মো. রুবেল মৃধা প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শামসুদ্দোহা।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : 

























