আব্দুল্লাহ আল শাফী-
শিল্প এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে।
তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতা যে লক্ষ্যে জীবন দিয়েছিলেন হাজার হাজার তরুণ যুবক, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সেই সনদের পক্ষে সব রাজনৈতিক দলই রয়েছে। সেই সনদের পক্ষেই আজকে গণভোট হতে যাচ্ছে বাংলাদেশকে বদলে দেয়ার জন্য।
উপদেষ্টা আদিলুর রহমান খান আজ (শনিবার) সকালে কক্সবাজারে গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান আরো বলেন,
দেশের মানুষ ১৫ বছর ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে। রাতে ব্যালট বাক্স ভর্তি হয়ে গেছে। ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোট দেওয়া হয়ে গেছে। এই অবস্থা বদলাতেই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি হলে জেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান।
কক্সবাজার জেলার নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভা’য় আরো বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী; কক্সবাজারের পুলিশ সুপার এ এস এম সাজেদুর রহমান ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান। গণভোটের প্রচার-প্রচারণা কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব।
সভা শেষে উপদেষ্রজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেই তারা হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে,যারা ফ্যাসিবাদকে সমর্থন করে তারা না এর পক্ষে প্রচার করবে, আর যারা জনগণের অধিকারের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, গুম,ক্রস ফায়ার চাই না তারাই হ্যাঁ-তে ভোট দিবে।
খবর বাংলাদেশ ডেস্ক : 























