মো. সুমন, বান্দরবান প্রতিনিধি-
বাজার ফান্ডের প্লটের লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করাসহ পার্বত্য চট্টগ্রামের ভূমি ও প্রশাসনিক ব্যবস্থায় সংস্কারের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় বান্দরবান শহরের আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এ মানববন্ধনের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সংগঠনের প্রচার সম্পাদক শাহ জালাল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। এছাড়া বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছিরুল আলম।
মানববন্ধনে বক্তারা বলেন, বাজার ফান্ড প্লটের বর্তমান লিজ ব্যবস্থা ব্যবসা ও বিনিয়োগে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই এই লিজের মেয়াদ অবিলম্বে ৯৯ বছরে উন্নীত করতে হবে। পাশাপাশি পূর্বের ন্যায় বন্ধ থাকা ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালু করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, জমি ক্রয়-বিক্রয় ও নামজারির ক্ষেত্রে তিন দফা এলআর ফান্ড ব্যবস্থা বাতিল করে দেশের অন্যান্য ৬১ জেলার মতো সাধারণ ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করতে হবে। জমি ক্রয়-বিক্রয়, ব্যবসা, চাকরি ও শিক্ষাসহ সব ক্ষেত্রে প্রচলিত রাজার সনদ বাতিলেরও দাবি জানান তারা।
এছাড়া হেডম্যান কার্যালয়ের পরিবর্তে সকল উপজেলা ভূমি অফিসে ভূমির কর ও খাজনা পরিশোধের অবাধ সুযোগ সৃষ্টি, সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বে প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের নেতা মো. আলম মাঝি, ব্যবসায়ী আবুল কাশেম সওদাগর, ব্যবসায়ী আবুল বশরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শিরোনাম :
বাজার ফান্ড প্লটের লিজ ৯৯ বছরে উন্নীতসহ দাবিতে বান্দরবানে মানববন্ধন
-
খবর বাংলাদেশ ডেস্ক : - আপডেট টাইম : ১১:০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- ৭৭১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















