ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কে এই শরীফ জহির? এলডিসি দেশগুলোর জন্য ২০০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দে ইইউ-এর সমর্থন চাইল বাংলাদেশ কক্সবাজার সফরকালে যৌথ বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সালাউদ্দিন চৌধুরী ডিসেম্বরে ভারতের সাথে এফওসি বৈঠক, এজেন্ডা এখনো চূড়ান্ত নয় গাজীপুরে ঝুকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রীজের দাবীতে মানববন্ধন গাজীপুরে ২১০ পিস ইয়াবা ও সাড়ে ১১ লাখ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রকল্পের টাকা হরিলুটের অভিযোগ ইউএনও এবং পিআইও’র বিরুদ্ধে ফরিদপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, জিম্মি দশা থেকে উদ্ধার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত খালেদা জিয়া যে কোনো সময়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যেতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা

হেমায়েহতপুর সেন্টাল হাসপাতাল যেন কসাই খানা

বিশেষ প্রতিনিধি

ঢাকার অদুরে সাভারের হেমায়েতপুরে অবস্থিত হেমায়েতপুর সেন্টাল হাসপাতাল। রোগীকে নিয়েই শুরু হয় কশাইয়ের মত আচরন। ঢাকার একটু দুরে হওয়াই এই এলাকার লোক কাছের হাসপাতাল বেশির ভাগ কাছের হাসপাতালে বিশ্বাস করে গেলেই শুরু হয় দর কশাকশি। এবং দর কশাশকির এক পর্যায়ে সিজার এবং কাটা ছেঁড়া। এমনই এক ভুক্তভোগী শাহ আলম জানালেন এই হাসপাতালের দুর্নীতির কথা। গত ১১/০১/২০২২ ইং তারিখে তার ছেলের বৌ এর হঠাৎ ব্যাথা শুরু হলে। তাড়াতাড়ি করে হাতের কাছে হেমায়েতপুর সেন্টাল হাসপাতালে নিয়ে যায়।প্রথমে নরমাল ডেলিভারির জন্য ৭০০০। হাজার টাকা কন্টাক্ট হয় এবং কাজও শুরু করেন ডাক্তার । নরমাল ডেলিভারির এক পর্যায়ে জরয়ায়ু ছিলে ফেলেন এবং প্রচুর পরিমানে বিলিডিং হয়। বিলিডিং বন্ধ করতে না পেরে। শাহ আলম কে বলেন এটা নরমাল ডেলিভারীতে হবেনা সিজার করতে হবে। এবং সিজার করতে ২০০০০।হাজার টাকা দিতে হবে। আবার নতুন করে কন্টাক্ট হয় ১৭০০০ হাজার টাকা। এবং সিজার করতে পাস থেকে ৬ ইঞ্চি কেটে বাচচা ডেলিভারি করার হাসপাতালে কর্তব্যরত ডাঃ। সেখানেও যখন সমস্যা হয় তখন রোগীর অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য বলেন। এবং শাহ আলম কে জরুরী রোগীকে ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য বলেন। তখন তড়িঘড়ি করে সাভারের এনাম মেডিকেল কাছে হওয়াই সেখানে নিয়ে দ্রুত এনাম মেডিকেলের আই সি ইউতে নিয়ে রাখের এবং দ্রুত সেখানে চিকিৎসা করান। সেখা নতুন করে আবার ৭০০০০ হাজার টাকা কন্টাক্ট করে রোগীকে সুস্থ্য করেন এই ভুক্ত ভোগী পরিবার। এ বিষয়ে হেমায়েতপুর সেন্টাল হাসপাতালের মালিক ডাঃ আবু তাহেরের সাথে কথা বলতে চাইলে ডাঃ আবু তাহের বলেন আমি এ বিষয়ে কিছু জানিনা আমি সব সময় হাসপাতালে বসিনা। আমি সরকারি হাসপাতালে চাকরি করি। আপনি আমার হাসপাতালে।গিয়ে এড মিনে কথা বলেন। আমাকে আর ফোন দিবেন না। তবে হাসপাতালের পাশে এক দোকানী বলেন প্রায়ই এমন ঘটনা ঘটে এটা নতুন কিছু না। কিছু হলে পুলিশ আসে। তারা সমাধান করে দিয়ে চলে যায়। তবে হেমায়েত পুর এলাকা বাসি বলেন এই হাসপাতাল আমাদের কাছে হওয়াই আমরা রোগী নিয়ে সেখা যায়। কিন্তু এটা হাসপাতাল না। এটা কসাই খাতাতে পরিনত হয়েছে বলে আমরা মনে করি।এ বিষয়ে ভুক্ত ভোগি শাহ আলম বলেন এই ঘটনার পর ডাঃ আমাদের বলেছিল টাকা দিবে এনাম মেডিকেলে যা খরচ হয়েছে কিন্তু এখনো কোন টাকা পয়সাও দেইনি এবং বিভিন্ন তাল বাহানা করছে |

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কে এই শরীফ জহির?

হেমায়েহতপুর সেন্টাল হাসপাতাল যেন কসাই খানা

আপডেট টাইম : ০৮:৪৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

বিশেষ প্রতিনিধি

ঢাকার অদুরে সাভারের হেমায়েতপুরে অবস্থিত হেমায়েতপুর সেন্টাল হাসপাতাল। রোগীকে নিয়েই শুরু হয় কশাইয়ের মত আচরন। ঢাকার একটু দুরে হওয়াই এই এলাকার লোক কাছের হাসপাতাল বেশির ভাগ কাছের হাসপাতালে বিশ্বাস করে গেলেই শুরু হয় দর কশাকশি। এবং দর কশাশকির এক পর্যায়ে সিজার এবং কাটা ছেঁড়া। এমনই এক ভুক্তভোগী শাহ আলম জানালেন এই হাসপাতালের দুর্নীতির কথা। গত ১১/০১/২০২২ ইং তারিখে তার ছেলের বৌ এর হঠাৎ ব্যাথা শুরু হলে। তাড়াতাড়ি করে হাতের কাছে হেমায়েতপুর সেন্টাল হাসপাতালে নিয়ে যায়।প্রথমে নরমাল ডেলিভারির জন্য ৭০০০। হাজার টাকা কন্টাক্ট হয় এবং কাজও শুরু করেন ডাক্তার । নরমাল ডেলিভারির এক পর্যায়ে জরয়ায়ু ছিলে ফেলেন এবং প্রচুর পরিমানে বিলিডিং হয়। বিলিডিং বন্ধ করতে না পেরে। শাহ আলম কে বলেন এটা নরমাল ডেলিভারীতে হবেনা সিজার করতে হবে। এবং সিজার করতে ২০০০০।হাজার টাকা দিতে হবে। আবার নতুন করে কন্টাক্ট হয় ১৭০০০ হাজার টাকা। এবং সিজার করতে পাস থেকে ৬ ইঞ্চি কেটে বাচচা ডেলিভারি করার হাসপাতালে কর্তব্যরত ডাঃ। সেখানেও যখন সমস্যা হয় তখন রোগীর অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য বলেন। এবং শাহ আলম কে জরুরী রোগীকে ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য বলেন। তখন তড়িঘড়ি করে সাভারের এনাম মেডিকেল কাছে হওয়াই সেখানে নিয়ে দ্রুত এনাম মেডিকেলের আই সি ইউতে নিয়ে রাখের এবং দ্রুত সেখানে চিকিৎসা করান। সেখা নতুন করে আবার ৭০০০০ হাজার টাকা কন্টাক্ট করে রোগীকে সুস্থ্য করেন এই ভুক্ত ভোগী পরিবার। এ বিষয়ে হেমায়েতপুর সেন্টাল হাসপাতালের মালিক ডাঃ আবু তাহেরের সাথে কথা বলতে চাইলে ডাঃ আবু তাহের বলেন আমি এ বিষয়ে কিছু জানিনা আমি সব সময় হাসপাতালে বসিনা। আমি সরকারি হাসপাতালে চাকরি করি। আপনি আমার হাসপাতালে।গিয়ে এড মিনে কথা বলেন। আমাকে আর ফোন দিবেন না। তবে হাসপাতালের পাশে এক দোকানী বলেন প্রায়ই এমন ঘটনা ঘটে এটা নতুন কিছু না। কিছু হলে পুলিশ আসে। তারা সমাধান করে দিয়ে চলে যায়। তবে হেমায়েত পুর এলাকা বাসি বলেন এই হাসপাতাল আমাদের কাছে হওয়াই আমরা রোগী নিয়ে সেখা যায়। কিন্তু এটা হাসপাতাল না। এটা কসাই খাতাতে পরিনত হয়েছে বলে আমরা মনে করি।এ বিষয়ে ভুক্ত ভোগি শাহ আলম বলেন এই ঘটনার পর ডাঃ আমাদের বলেছিল টাকা দিবে এনাম মেডিকেলে যা খরচ হয়েছে কিন্তু এখনো কোন টাকা পয়সাও দেইনি এবং বিভিন্ন তাল বাহানা করছে |