নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১২ বছর বয়সী নিজ মেয়েকে যৌন হয়রানী অভিযোগে মায়ের দায়ের কুপে বাবা হোসেন মাঝি (৩২)আহত হয়ে পুলিশ পাহাড়ায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন । গতকাল রবিবার ভোরে উপজেলার মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামে এ ঘটনা ঘটে । তাদের বাড়ী বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজলায় এবং বর্তমানে উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের হাফেজ খানের বাড়ীর ভাড়াটিয়া ।
জানা যায়,উপজলার কাজিরবাগ গ্রামের হাফেজ খানের বাড়ীর ভাড়াটিয়া হোসেন মাঝি বেশ কিছু দিন যাবৎ তার নিজ মেয়ের শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করত । সর্ব শেষ গতকাল রবিবার ভোরে য়ৌন হয়রানী করতে গেলে মেয়ের চিৎকারে মা রাশেদা বেগম ছুটে আসেন এবং দা দিয়ে স্বামীর মাথায় কুপ দেন । খবর পেয়ে ৬ নং ওয়ার্ডেও ইউপি সদস্য মো.আবু সাইদ আহত হোসেন মাঝিকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করান ।
ইউপি সদস্য মো.আবু সাইদ জানান,‘যৌন হয়রানী চেষ্ঠা করছে । ভোরে আমি খবর পেয়ে পুলিশকে অবহিত করি এবং অভিযুক্ত হোসেন মাঝিকে হাসপাতালে ভর্তি করাই ।’
রাশেদা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘বেশ কিছু দিন যাবৎ ই মেয়ের বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করত । ভোরে যৌন হয়রানীর চেষ্টা করলে মেয়ের চিৎকারে আমি কাছে গিয়ে সত্যতা পাই পরে মেয়ে আমাকে সব খুলে বলে ’।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অভিযুক্ত বাবা হোসেন মাঝি বর্তমানে পুলিশ পাহাড়ায় উপজেলা স্বাস্থ কপ্লেেেক্স চিকিৎসাধীন আছে এবং মামলা প্রক্রিয়াধীন ।